ছবি: এক্স থেকে নেওয়া।
আপাত শান্ত প্রাণী বলে মনে হলেও জোড়া শিং-এ ঠোকাঠুকি বেঁধে যায় হরিণের মধ্যেও। এলাকায় আধিপত্য ধরে রাখতে কিংবা সঙ্গিনীর জন্য লড়াই লেগে যায় দুই হরিণের মধ্যে। হরিণেরা সাধারণত মাথায় মাথায় ঢুঁসিয়ে লড়াই করতে ভালবাসে। শিং-এর খোঁচায় প্রতিপক্ষকে যত ক্ষণ না পর্যুদস্ত করতে পারছে তত ক্ষণ তারা লড়াই চালিয়ে যায়। লড়াই করতে গিয়ে দু’পক্ষেরই অনেক সময় শিং ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়াও চোখমুখে আঘাত লাগে প্রাণীগুলির। সেই সব লড়াইয়ের পরিণতি মাঝেমাঝে এমন ভয়ঙ্কর হয়, যা শিউরে ওঠার মতো। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমের পাতায় যা দেখে তাজ্জব হওয়ার মতোই। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
নেচার ইজ় অ্যামেজ়িং নামের এক্স হ্যান্ডলে সেই অদ্ভুত ভিডিয়োটি প্রকাশিত হয়েছে যা দেখে চমকে উঠেছেন অনেকেই। চারদিক বরফাচ্ছন্ন এমন একটি এলাকায় ঘুরতে দেখা গিয়েছে একটি হরিণকে। প্রাণীটির শিং-এ আটকে রয়েছে আরও একটি শিং। তা-ও আবার খুলিসমেত। সেই নিয়েই ঘুরে বেড়াচ্ছে হরিণটি। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘বোঝাই যাচ্ছে বিজেতা কে?’’ অর্থাৎ, দুই যুযুধানের লড়াই এতটাই মারাত্মক আকার নিয়েছিল যে অপর পক্ষের শিংসমেত খুলিটাই ছিঁড়ে নিয়ে চলে এসেছিল হরিণটি।
Elk gets into fight and it’s pretty clear who won… pic.twitter.com/HH2wMPxn7U
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) January 11, 2025
যুদ্ধজয় করেও শান্তি পায়নি হরিণটি। বিজেতার শিং ও খুলি আটকে রয়েছে সেটির শিং-এ। লড়াইয়ে হেরে যাওয়া হরিণটির মাথা বিচ্ছিন্ন হয়ে বিজয়ী হরিণটির শিং-এ আটকে যায়। ১১ জানুয়ারি পোস্ট হওয়া এই ভিডিয়োটি ২ কোটি বারের বেশি দেখা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy