Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ফ্রান্সে ফের জঙ্গি হানা! উত্সবের ভিড়ে ট্রাক ছুটিয়ে অন্তত ৮৪ জনকে খুন

ইস্তানবুল-বাগদাদ-ঢাকা-নিস। বিশ্ব জুড়ে ধারাবাহিক ভাবে একের পর এক শহর জঙ্গিদের হাতে বিধ্বস্ত। আট মাসের মধ্যেই ফের আবার জঙ্গিহানার শিকার হল ফ্রান্স। প্যারিসের পরে রক্ত ঝরল নিস-এ। বৃহস্পতিবারের এই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে সূত্রের খবর।

এই সেই ট্রাক। সামনের অংশ বিধ্বস্ত। পুলিশ ঘিরে রেখেছে। ছবি: রয়টার্স

এই সেই ট্রাক। সামনের অংশ বিধ্বস্ত। পুলিশ ঘিরে রেখেছে। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০৬:২৯
Share: Save:

ইস্তানবুল-বাগদাদ-ঢাকা-নিস। বিশ্ব জুড়ে ধারাবাহিক ভাবে একের পর এক শহর জঙ্গিদের হাতে বিধ্বস্ত। আট মাসের মধ্যেই ফের আবার জঙ্গিহানার শিকার হল ফ্রান্স। প্যারিসের পরে রক্ত ঝরল নিস-এ। বৃহস্পতিবারের এই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। এঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে সূত্রের খবর।

জাতীয় দিবস ‘বাস্তিল ডে’ উদ্‌যাপন উপলক্ষে এ দিন বাজির প্রদর্শনী দেখাতে নিস-এর সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। প্রদর্শনী শেষে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময়েই ভিড়ের মধ্যে একটি সাদা রঙের ট্রাক ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, ট্রাকে শুধুমাত্র চালকই ছিল। প্রথমে ট্রাক থেকে গুলি ছোড়া শুরু হয়। এর পরে ভিড়ের মধ্যে দিয়েই চালিয়ে দেওয়া হয় ট্রাক। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বেশ কয়েক জনের প্রাণ যায়। ভিড়ের উপর হামলে পড়া প্রচণ্ড গতির ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন মানুষজন। চাকার তলায় পিষ্ট হয়ে মারা যান অনেকে। অনেকের দেহ টেনেহেঁচড়ে অনেকটা দূর পর্যন্ত নিয়ে যায় ট্রাকটি। এতেও অনেকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি ট্রাকচালককে গুলি করে মারা হয়েছে। গুলিতে ট্রাকের সামনের অংশ ঝাঁঝরা হয়ে গিয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের দাবি, ট্রাকটি গুলি-বারুদে ঠাসা ছিল।

আরও খবর- দেখুন কী ভাবে কোন পথে ট্রাক নিয়ে হামলা

ঘটনার পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁ জরুরি বৈঠকে বসেন। যুদ্ধকালীন তত্পরতায় পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন তিনি। জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দিয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ফ্রান্সের জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ঘটনার তীব্র নিন্দা করেছেন।


হামলায় পর রাস্তায় পড়ে রয়েছে দেহ। ছবি রয়টার্স।

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এই ঘটনায় কোনও ভারতীয়ের হতাহতের খবর নেই। প্যারিসের দূতাবাসে একটি হেল্পলাইন খোলা হয়েছে। তার নম্বর +৩৩১৪০৫০৭০৭০

এখনও পর্যন্ত ঘটনার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। প্রসঙ্গত বৃহস্পতিবার আইএস-এর যুদ্ধমন্ত্রী শিশানি-র মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। এই হামলা তার বদলা কি না তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশ্ব জুড়ে।

এর আগে গত বছরের নভেম্বরে প্যারিসে এক জঙ্গি হামলায় ১৩০ জনের মৃত্যু হয়েছিল। চলতি মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশের গুলশনে একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালানো হয়। সেখানেও প্রাণ হারিয়েছিলেন প্রচুর মানুষ।

নিস শহরে হামলার ভিডিও

আরও খবর...

অন্য বিষয়গুলি:

Nice Attack France
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE