১ এপ্রিল মানেই অন্যকে বোকা বানিয়ে মজা করার দিন। একে অপরকে বোকা বানিয়ে অনাবিল আনন্দ পাওয়ার একটি দিন। বিশ্বের প্রায় সমস্ত দেশেই এই দিনটি বেশ আনন্দের সঙ্গেই পালিত হয়। কত মজার মজার ঘটনার সাক্ষী এই ১ এপ্রিল।
এমনই একটি মজার ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন ১ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ। ভাবছেন কী এমন আছে এই ভিডিওয়!
ভিডিওয় দেখা যাচ্ছে, এক ভদ্রলোক তাঁর বছর আটেকের ছেলের সামনে একটি বড় সবুজ বাটি জাতীয় পাত্র উল্টো করে মাটিতে চেপে ধরে রেখেছেন। ভদ্রলোক তাঁর ছেলেকে বলছেন, ‘এর মধ্যে একটা পাখি ধরা পড়েছে। পাত্রটা সরালেই পাখি উড়ে যাবে।’ ছোট্ট ছেলেটি বাবার কথায় বিশ্বাস করে নেয় সহজেই। দেখতে চায় বাবা কী পাখি ধরেছে! ভদ্রলোক তাঁর ছেলেকে বলেন, “আমি পাত্রটা সরানোর সঙ্গে সঙ্গে তুমি খপ করে পাখিটাকে ধরে ফেলবে। না হলে পাখি উড়ে যাবে! একটুও দেরি করা চলবে না।” ছোট্ট ছেলেটিও তৈরি। এটা যে আসলে তাঁকে ‘এপ্রিল ফুল’ বানানোর মারাত্মক ফন্দি, তা বুঝতে পারেনি সে। এ বার ভদ্রলোক গুনতে শুরু করলেন, ‘এক...দুই...তিন...’ সঙ্গে সঙ্গে পাত্রটি সরিয়ে নিলেন তিনি। আর পরিকল্পনামাফিক প্রায় সঙ্গে সঙ্গেই পাখি ধরার আশায় খপ করে কিছু একটা জিনিসের উপর দু’ হাত চেপে ধরে বাচ্চাটি। ব্যাস, বাবা ছেলেকে বোকা বানিয়ে হাসিতে ফেটে পড়লেন। বাবার এই বাজে রসিকতায় খেপে গিয়ে এ বার ওই ছোট্ট ছেলেটি যা করল তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না বাবা। সব মিলিয়ে বেশ জমজমাট ‘এপ্রিল ফুল’। ছেলেকে ‘এপ্রিল ফুল’ বানাতে কী ফন্দি এঁটেছিলেন ওই ভদ্রলোক! ছেলের পাল্টা চালে তিনি কেনই বা বেকায়দায় পড়লেন? দেখুন সেই মজার ভিডিও!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy