এ বার বাংলাদেশের কক্সবাজারের একটি বিমানঘাঁটিতে হামলা চালাল একদল দুষ্কৃতী। সে দেশের সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে হামলার কথা জানিয়েছে। দুষ্কৃতী হামলায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এই ঘটনায় আরও কয়েক জন আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আইএসপিআর-এর বিবৃতি অনুযায়ী, ওই বিমানঘাঁটির পাশের সমিতি পাড়ায় কিছু দুষ্কৃতী সোমবার দুপুরে হামলা চালায়। ঘটনায় কারা জড়িত, এখনও সে সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি। তবে বাংলাদেশের বিমানবাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে স্থানীয় এক ব্যবসায়ীর। তাঁর নাম শিহাব কবীর নাহিদ (৩০)। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন তিনি। সেই অবস্থায় তাঁকে উদ্ধার করে কক্সবাজারের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা শিহাবকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
কক্সবাজারের জেলা প্রশাসক মহম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, কী কারণে হামলা চালাল দুষ্কৃতীরা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে যাঁরাই জড়িত, তাঁদের কাউকেই ছাড়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরই বিমানঘাঁটি এবং তার সংলগ্ন এলাকার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। নতুন করে যাতে ওই এলাকায় কোনও অশান্তি না ছড়ায়, সে দিকেও নজর রেখেছে স্থানীয় পুলিশ-প্রশাসন।