জীবনাবসান হল হলিউডের জনপ্রিয় তারকা ক্রিস্টোফার ফ্র্যাঙ্ক কারান্ডিনি লি-এর, ফ্যাঙ্কেনস্টাইন এবং ড্রাকুলার মতো ছবিতে কাজ করে যিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। বয়স হয়েছিল ৯৩ বছর। গত সপ্তাহে শ্বাসকষ্ট নিয়ে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর স্ত্রীর ইচ্ছে ছিল, স্বামীর জীবনাবসানের কথা সবার আগে পরিবারের সব সদস্যের কাছে পৌঁছবে। সেই কারণেই বৃহস্পতিবার পর্যন্ত এই খবর পরিবারের বাইরে কাউকে জানানো হয়নি।
১৯৫৭ সালে হলিউডের হ্যামার ফিল্ম্স-এর ‘দ্য কার্স অফ ফ্র্যাঙ্কেনস্টাইন’ ছবিতে ফ্র্যাঙ্কেনস্টাইনের চরিত্রে প্রথম অভিনয় করেন লি। পরের বছর ওই ব্যানারেই ‘ড্রাকুলা’ ছবিতে মুখ্য চরিত্র ড্রাকুলার ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। পর পর বেশ কয়েকটি ‘হরর’ ছবিতে কাজ করার পর ‘দ্য উইকার ম্যান’, জেম্স বন্ডের ‘ম্যান উইথ দ্য গোল্ডেন গান’, ‘লর্ড অফ দ্য রিঙ্গ্স’, ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’-র মতো নানা ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন লি। একাধিক গানের অ্যালবামও বের করেন তিনি। ২০০৯ সালে নাটক ও সেবামূলক কাজের প্রতি অবদানের জন্য তাঁকে নাইট উপাধি দেওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy