যাত্রীর অভিযোগ, তল্লাশির সময় ব্যাগ খুলে হুইস্কি খেয়ে নেন বিমান সংস্থার কর্মীরা। ছবি: সংগৃহীত।
‘মহার্ঘ’ হুইস্কি নিয়ে বিমানে উঠেছিলেন যাত্রী। যে ব্যাগে হুইস্কিটি ছিল সেটি পরে খুলে ওই যাত্রী দেখেন, বোতলের সিলটা কাটা, এমনকি হুইস্কির বোতলের অর্ধেকটাই ফাঁকা! ওই যাত্রীর অভিযোগ, তল্লাশির সময় ওই বিমান সংস্থার কর্মীরাই বোতলের সিল কেটে হুইস্কি খেয়ে নিয়েছেন। এই বিষয়ে অভিযোগ জানিয়ে বিমান সংস্থাটিকে ইমেলও করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছেন বিমান কর্তৃপক্ষ। বিমান সংস্থার কর্মীদের সরাসরি ‘চোর’ বলে নিজের রাগ উগরে দিয়েছেন ওই যাত্রী।
আমেরিকার বাসিন্দা ক্রিস্টোফার অ্যাম্বলার সে দেশেরই ইউনাইটেড এয়ারলাইন্সে চেপে গন্তব্যে যাচ্ছিলেন। নিয়মমতো বিমানে ওঠার আগে সব যাত্রীরই ব্যাগ তল্লাশি করা হয়। ক্রিস্টোফারেরও হয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছে তিনি দেখেন তাঁর সব জিনিস অক্ষত থাকলেও কেবল নতুন হুইস্কির বোতলটি অর্ধেক ফাঁকা! ‘ইন্ডিপেন্ডেন্ট’-এর খবর অনুযায়ী, ক্রিস্টোফারের ব্যাগে ছিল এমন একটি হুইস্কি, ভারতীয় মুদ্রায় যার বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।
Hey @united - bottle of expensive scotch in checked bag. Arrived opened and a third gone. No leakage. It was sealed new when packed and seal broken by opening. Your baggage handlers are thieves. pic.twitter.com/UHzTLzF4Eu
— Though it be not written down, I am an ass. (@TheDogberry) March 28, 2023
ক্রিস্টোফার গোটা বিষয়টি জানিয়ে একটি টুইট করেন। এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে নানা মুনির নানা মত। কেউ কেউ লেখেন, “ক্রিস্টোফারই হুইস্কি খেয়ে নিয়ে বিমান সংস্থার কাছ থেকে আবার একটা হুইস্কির বোতল নেওয়ার জন্য নাটক করছেন।” কেউ আবার তাঁকে সমবেদনা জানিয়ে লেখেন, “বুঝতে পারছি আপনার কষ্টটা। কিন্তু সত্যিই কি এমনটা ঘটা সম্ভব?”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy