Advertisement
০৩ নভেম্বর ২০২৪

অজানা প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার চিনে

নতুন আরও একটি প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেল। চিনে। আমাদের এই বাসযোগ্য গ্রহে অতীতে যে সময় পর্যন্ত ডাইনোসররা বেঁচে-বর্তে ছিল, সদ্য আবিষ্কৃত ডাইনোসরের জীবাশ্মটি সেই ক্রেটাশিয়াস যুগের। ওই আবিষ্কারের খবরটি প্রকাশিত হয়েচে মার্কিন ‘প্লস ওয়ান’ জার্নালে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ১৫:৩৯
Share: Save:

নতুন আরও একটি প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেল। চিনে। আমাদের এই বাসযোগ্য গ্রহে অতীতে যে সময় পর্যন্ত ডাইনোসররা বেঁচে-বর্তে ছিল, সদ্য আবিষ্কৃত ডাইনোসরের জীবাশ্মটি সেই ক্রেটাশিয়াস যুগের। ওই আবিষ্কারের খবরটি প্রকাশিত হয়েচে মার্কিন ‘প্লস ওয়ান’ জার্নালে।

একেবারেই হালে অজানা প্রজাতির ওই ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে পূর্ব চিনের শ্যানডঙ প্রদেশে। ওই ডাইনোসরদের যে অভিনব পিছনের হাড় পাওয়া গিয়েছে, এর আগে অন্য কোনও প্রজাতির ডাইনোসরের মধ্যে তার হদিশ মেলেনি। ওই ডাইনোসরদের বলা হয় ‘লেপ্টোসেরাটপ্‌স’। ওই নতুন প্রজাতির ডাইনোসরের বৈজ্ঞানিক নাম- ‘ইশিওসেরাটপ্‌স ঝুশেনজেনসিস’।

পৃথিবীতে ডাইনোসরের জীবাশ্মের হদিশ মিলেছে যেখানে সবচেয়ে বেশি (দশটি প্রজাতি), সেই চিনের ঝুশেঙেই মিলেছে এই অজানা প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম।

শিনহুয়া সংবাদ সংস্থা এই খবর দিয়ে জানিয়েছে, ডাইনোসরদের মধ্যে চেহারায় এরা বেশ ছোট্টখাট্টো। একেবারেই শাকাহারী। এর চার পায়ে হাঁটত। তবে পিছনের দু’পায়ে ভর দিয়ে ওই ডাইনোসররা খাড়া হয়ে দাঁড়াতেও পারত।

অন্য বিষয়গুলি:

new species of dino discovered
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE