Advertisement
০৩ নভেম্বর ২০২৪

প্রাণের সন্ধানে মরিয়া মেক্সিকো

ভূমিকম্পের পরে দ্বিতীয় রাতটাও কোথায় কাটবে জানেন না মেক্সিকোবাসীদের অনেকেই। স্থানীয় পার্ক ও মাঠগুলি ভরে উঠেছে তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে। হোয়াইট হাউস সূত্রে দাবি, প্রেসিডেন্ট পেনিয়া নিয়েতোকে ফোনে সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেঙে পড়া বহুতলের নীচ থেকে জীবনের খোঁজে মরিয়া চেষ্টায় উদ্ধারকারী দল। ছবি: রয়টার্স।

ভেঙে পড়া বহুতলের নীচ থেকে জীবনের খোঁজে মরিয়া চেষ্টায় উদ্ধারকারী দল। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
মেক্সিকো সিটি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪২
Share: Save:

গুঁড়িয়ে যাওয়া স্কুলটায় কংক্রিটের চাঁইয়ের ফাঁকে আটকে ওরা। এখনও প্রাণ আছে খুদেদের কারও কারও শরীরে। এক জায়গায় দেওয়াল পেটানোর আওয়াজ হতেই ছুটে যান উদ্ধারকারীরা। ‘ওরা বেঁচে আছে!’ চেঁচিয়ে ওঠেন উল্লাসে। কিন্তু একটু বাদেই আর সাড়াশব্দ নেই। কোথাও বা আলো ফেললে ক্ষীণ সাড়া আসছে ও পার থেকে। কিন্তু ধ্বংসস্তূপ ঠেলে ভিতরে ঢোকার উপায় নেই।

মঙ্গলবারের ভয়াবহ ভূমিকম্পের পর এখন এই ছবিই রাজধানী মেক্সিকো সিটির এনরিক রেবসামেন প্রাথমিক স্কুলের বাইরে। উদ্ধারকারী দলের কর্মী হোসে লুইসের কথায়, ‘‘ভিতরে একটা বাচ্চা মেয়ের সাড়া পাওয়া যাচ্ছে। কিন্তু কী ভাবে পৌঁছব জানি না। দেওয়াল ভাঙতে গিয়ে বিপদ বাড়তে পারে।’’ নল ঢুকিয়ে অক্সিজেন ও জল পাঠানো হচ্ছে। মেয়েটি জানিয়েছে, তার আশপাশে আরও অনেক বাচ্চা রয়েছে। তবে জীবিত কি না বোঝা যাচ্ছে না। আর এক উদ্ধারকারী জানিয়েছেন, জীবিত পাঁচ শিশুর সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু তারা যে ভাবে ধাতব রডের মধ্যে আটকে, তাতে রড কাটতে গেলে আহত হতে পারে শিশুরা।

স্কুলের অদূরে হতাশ হয়ে বসেছিলেন কারেন গুজম্যান। তাঁর সামনেই যাঁরা উদ্ধার হয়েছে, তাঁদের নামের তালিকা টাঙানো। যদিও তাঁর ভাই জুয়ান আন্তেনিওর নাম নেই সেখানে। তিনি বলছেন, ‘‘মা হাসপাতালে হাসপাতালে ঘুরছে। আমরা এই তালিকায় ভরসা রাখতে পারছি না।’’ একই হাহাকার অ্যাডরিনা ফারগো নামে এক মায়ের গলায়, ‘‘কোথায় আছে আমার সন্তান? কী যন্ত্রণার মধ্যে রয়েছি, তা আমিই জানি।’’

ভূমিকম্পের পরে দ্বিতীয় রাতটাও কোথায় কাটবে জানেন না মেক্সিকোবাসীদের অনেকেই। স্থানীয় পার্ক ও মাঠগুলি ভরে উঠেছে তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে। হোয়াইট হাউস সূত্রে দাবি, প্রেসিডেন্ট পেনিয়া নিয়েতোকে ফোনে সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE