বন্দুকবাজের হামলায় আতঙ্ক তাইল্যান্ডে। ছবি রয়টার্স।
আবার গণহত্যার সাক্ষী হল তাইল্যান্ড। বৃহস্পতিবার এলোপাথাড়ি গুলি চলল সে দেশে। নিহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, নিহতদের মধ্যে ২২ জনই শিশু। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তাইল্যান্ডের উত্তরপূর্ব প্রদশে একটি ক্রেশে হামলা চালানো হয়েছে। হামলায় জখম হয়েছেন আরও অনেকে। গণহত্যার পর আত্মঘাতী হয়েছেন বন্দুকবাজ।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার তাইল্যান্ডের ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’-এ গুলি চালান প্রাক্তন এক পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের কোপান বন্দুকবাজ। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। সেই ছবি ধরা পড়েছে সমাজমাধ্যমে।
Some reports said there were up to 30 victims but that is still unconfirmed by the police.
— Thai Enquirer (@ThaiEnquirer) October 6, 2022
The families of the victims have arrived at the site.#กราดยิง #กราดยิงหนองบัวลำภู pic.twitter.com/DQ1TDAWsox
তাইল্যান্ডের উত্তরপূর্বে নং বুয়া লম্ফু শহরে হামলা চালানো হয়েছে। বিবিসি সূত্রে দাবি, সম্প্রতি ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়। তার জেরেই এই হামলা কি না, খতিয়ে দেখা হচ্ছে।
[Breaking] Multiple fatalities were reported from a shooting at a childcare center in Nong Bua Lam Phu, Thai news reported.
— Thai Enquirer (@ThaiEnquirer) October 6, 2022
The alleged shooter was reportedly a former police officer but there was no confirmation yet.#Thailand #กราดยิง #กราดยิงหนองบัวลำภู pic.twitter.com/Lgs485UBJP
গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, অতীতেও তাইল্যান্ডে গণহত্যার ঘটনা ঘটেছে। ২০২০ সালে এক সেনা জওয়ানের এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল সে দেশে। ওই হামলায় জখম হয়েছিলেন আরও কয়েক জন। দু’বছর পর সেই ঘটনার স্মৃতি ফিরল তাইল্যান্ডে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy