ছবি: সংগৃহীত।
সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর কোনও চোট-আঘাত লাগেনি যদিও।
আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট। সঙ্গী ছিলেন ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনও। নেটমাধ্যমে সেই সাইকেল চালানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই পপাত ধরণীতলে প্রেসিডেন্ট! অবশ্য পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়ে সকলকে আস্বস্ত করে বলেছেন, ‘‘আমি ভাল আছি।’’ পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন।
BBC CNN
— Levi (@Levi_godman) June 18, 2022
Breaking News! Putin sabotaged Biden‘s Bike to make him fall! pic.twitter.com/lmqqjetGc7
তবে নেটমাধ্যমে ওই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হাজার-হাজার লাইক পড়তে থাকে। লাইকের এই ঢল দেখে কেউ কেউ প্রশ্ন করছেন, এ কেমন আচরণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়!
কেউ আবার সরস মন্তব্য করেছেন, এ নির্ঘাৎ পুতিনের অন্তর্ঘাত!
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy