কিছু দিন আগেই হামাসের সঙ্গে প্রথম দফার সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হয়েছে ইজ়রায়েলের। বিভিন্ন আশ্রয় শিবির ছেড়ে সদ্য নিজেদের ঘরে ফেরাও শুরু করেছেন গাজ়া ভূখণ্ডের বাসিন্দারা। শুরু হয়েছে রমজানের উপবাস। কিন্তু এর মধ্যেই গাজ়া ভূখণ্ডে যাবতীয় মানবিক ত্রাণ ঢোকা বন্ধ করে দিয়েছে ইজ়রায়েল সরকার। সেই সঙ্গে গাজ়ার বিভিন্ন এলাকায় আকাশ পথে হামলা চালানোও ফের শুরু করেছে ইজ়রায়েলি সামরিক বাহিনী। গত কাল রাফায় ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছে দুই প্যালেস্টাইনি নাগরিকের। সেই সঙ্গেই দক্ষিণ গাজ়া ভূখণ্ডের খান ইউনিস এলাকায় ইজ়রায়েলের বোমাবর্ষণের জেরে আহত হয়েছেন প্যালেস্টাইনের দুই বাসিন্দা। এই পরিস্থিতিতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজ়া ভূখণ্ড পুনর্গঠনের উদ্দেশ্যে মিশরের রাজধানী কায়রোয় শুরু হয়েছে আরব দেশগুলির বৈঠক। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতে আল-সিসি আজ বলেছেন, শক্তি প্রদর্শন করে গাজ়ায় শান্তি ফেরানো যাবে না। নাম না করে ইজ়রায়েল এবং আমেরিকাকে নিশানা করেছেন তিনি। নতুন করে হামলা শুরু হওয়ায় সন্ত্রস্ত প্যালেস্টাইনের সাধারণ মানুষও। এই সবে নিজেদের ভাঙাচোরা বাড়িতে ফিরে সংসার শুরুর পর পরেই ফের আশ্রয় শিবিরে ফেরত যাওয়ার চিন্তা-ভাবনাও শুরু করেছেন অনেকে।
প্রথম দফার সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই গাজ়ায় স্থায়ী শান্তি ফেরাতে উদ্যোগী হামাস নেতারা। সেই মতো গোটা গাজ়া ভূখণ্ড থেকে ইজ়রায়েলি সামরিক বাহিনীর প্রত্যাহারের কথা বলছেন তাঁরা। উল্টো দিকে, গাজ়া এবং তার সংলগ্ন এলাকা থেকে হামাসকে সরাতে চায় বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। সেটা না হওয়া পর্যন্ত কোনও স্থায়ী শান্তি চুক্তিতে যেতে রাজি নয় তারা। উল্টে সাময়িক সংঘর্ষবিরতির মেয়াদ এপ্রিল মাস পর্যন্ত বাড়িয়ে হামাসের হাতে এখনও পণবন্দি ইজ়রায়েলি নাগরিকদের ফেরত পেতে চাইছে তারা।
এ দিকে, এই প্রথম আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রাক্তন প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তদন্ত শুরুর আবেদন জানিয়েছে আমেরিকারই একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই তিন জনের বিরুদ্ধেই গাজ়ায় গণহত্যা চালানোয় ইজ়রায়েলকে উস্কানি ও মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)