ফের অগ্ন্যুত্পাত শুরু করেছে মাউন্ট সিনাবাং। ছবি : ফেসবুক থেকে নেওয়া।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ফের জেগে উঠল আগ্নেয়গিরি সিনাবাং। মঙ্গলবার থেকে প্রায় সাড়ে ৬ হাজার ফুট উপর পর্যন্ত ধোঁয়া, ছাই উড়তে শুরু করেছে।
সিনবাং ২০১০ সাল থেকেই গর্জাচ্ছে। ২০১৬ সালেএই আগ্নেয়গিরি ভয়াবহ অগ্ন্যুত্পাত করে। তারপর কিছুটা শান্ত থাকলেও ফের শুরু হয়েছে।
বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, ছাই, ধোঁয়া যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে তাতে বিমান চলাচলে পর্যন্ত সমস্যা হতে পারে। তবে এখনই বিমান চলাচলে কোনও বিধি নিষেধ জারি করা হয়নি।
এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া না গেলেও স্থানীয়দের লাভা উদ্গীরণের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এখনই এলাকা খালি করে দেওয়ার কথা বলা হয়নি। আগ্নেয়গিরির কাছাকাছি এলাকাতে জনবসতি কম। যাঁরা ছিলেন, তাঁদের সবাইকে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে যাঁরা সেই এলাকার বাইরে রয়েছেন, তাঁদের সতর্ক থাকার আবেদন করা হয়েছে। গতবছরও সিনাবাং জেগে ওঠে।
আরও পড়ুন : প্রাণ হাতে নিয়ে জাকার্তার পথে
আরও পড়ুন : এ ভাবে কেউ চুমু খায়? ছবি পোস্ট করে সমালোচনার মুখে দম্পতি
৪০০ বছর পর ২০১০ সালে সিনাবাং জেগে ওঠে। তারপর ২০১৩ সাল থেকেই এটি সক্রিয় রয়েছে। ২০১৬ সালে আগ্ন্যুত্পাতে সাত জনের মৃত্যুও হয়। তার আগে ২০১৪ সালে ১৬ জনের মৃত্যু হয়। ইন্দোনেশিয়া জুড়ে ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy