নিরাপদে সন্তানদের স্কুল থেকে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। ছবি: এএফপি।
চিনে প্রাথমিক স্কুলে খুদে পড়ুয়াদের উপর হামলা। ছুরি দিয়ে তাদের কুপিয়েছে স্কুলেরই এক প্রাক্তন সাফাইকর্মী। হামলায় গুরুতর জখম হয়েছে প্রায় ২০ শিশু। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।মাথায় আঘাত পেয়েছে তারা। স্থানীয় জুয়াংয়ু হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে।
চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেজিংয়ের শিনচেং জেলার একটি প্রথম সারির প্রাথমিক স্কুলে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সওয়া ১১টা নাগাদ আচমকাই ছোট ছেলেমেয়েগুলির উপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারী।
খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন অভিভাবকরা। স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সংবাদমাধ্যমে অভিযোগ জানান, স্কুল কর্তৃপক্ষ সবিস্তার কিছু জানায়নি। ছুরি দিয়ে কোপানো হয়েছে না হাতুড়ি দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিভাবকদের কেউ কেউ দাবি করেছেন, স্কুলের একতলায় দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের ঘর। তাদের উপরই হামলা চালানো হয়েছে।
এই স্কুলেই হামলার ঘটনা ঘটেছে। ছবি: রয়টার্স।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্র, অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ খারিজ
আরও পড়ুন: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান উপদেষ্টা হলেন কলকাতায় জন্ম নেওয়া মেয়ে
হামলাকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, অস্থায়ী সাফাইকর্মী হিসাবে চাকরিতে যোগ দিয়েছিল সে। কিন্তু স্থায়ী পদের জন্য পরীক্ষাও দিয়েছিল। কিন্তু তাতে সফল হয়নি।
চিনে এই ধরনের নৃশংস ঘটনা সাধারণত কমই ঘটে। তবে গত কয়েক বছরে ছুরি, কুঠার এবং গাড়ি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে সেখানে। যা থেকে নিস্তার পাচ্ছে না খুদে পড়ুয়ারাও। গত সপ্তাহেই এক কৃষকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চিন। ২০১৭ সালের জানুয়ারি মাসে পিংজিয়াংয়ের একটি কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে শিশুদের কুপিয়েছিল সে।
গতবছর নভেম্বরে রাস্তা পেরনোর সময় ৬ শিশুকে পিষে দেয় একটি গাড়ি। আহত হয় আরও ২০ জন। তার আগে অক্টোবরে সবজি কাটার ছুরি নিয়ে চোংকিংয়ের একটি কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে ৩-৪ বছর বয়সের ১৪ শিশুকে কোপায় এক মহিলা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy