Advertisement
০২ নভেম্বর ২০২৪

টেক্সাসের বন্যায় বাড়ছে মৃত্যু

পূর্বাভাস ছিলই। কিন্তু তা যে এত ভয়ানক আকার নেবে, ভাবতে পারেননি কেউই। গত দু’দিনের ঝড় আর বৃষ্টির জেরে তছনছ হয়ে গিয়েছে আমেরিকার টেক্সাসের এক বিস্তীর্ণ অঞ্চল। বন্যা কবলিত এলাকায় মোট ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওবামা প্রশাসন। যার মধ্যে ২৪টি মৃত্যুর ঘটনাই টেক্সাসের। এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা ১১। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গত কালই টেক্সাসের জন্য জাতীয় বিপর্যয় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সংবাদ সংস্থা
ডালাস শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০২:৩৬
Share: Save:

পূর্বাভাস ছিলই। কিন্তু তা যে এত ভয়ানক আকার নেবে, ভাবতে পারেননি কেউই। গত দু’দিনের ঝড় আর বৃষ্টির জেরে তছনছ হয়ে গিয়েছে আমেরিকার টেক্সাসের এক বিস্তীর্ণ অঞ্চল। বন্যা কবলিত এলাকায় মোট ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওবামা প্রশাসন। যার মধ্যে ২৪টি মৃত্যুর ঘটনাই টেক্সাসের। এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা ১১। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গত কালই টেক্সাসের জন্য জাতীয় বিপর্যয় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

গত বৃহস্পতিবার প্রথম ঝড় আছড়ে পড়েছিল উত্তর টেক্সাসের একটা বড় অংশে। সঙ্গে প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ক’দিনে টেক্সাসের কিছু অংশে প্রায় সাত ইঞ্চির মতো বৃষ্টিপাত হয়েছে। যার জেরে বেশ কয়েকটি নদীতে জলস্তর অতিরিক্ত বেড়ে যায়। আর তার ফলেই বন্যা ভয়াবহ আকার নিয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। এরই মধ্যে তাঁদের সতর্কবাণী, হড়পা বানে নতুন করে ভাসতে পারে মধ্য টেক্সাস থেকে মিসৌরির একটা বড় অংশ।

অন্য বিষয়গুলি:

Texas Death toll highway rain flood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE