Advertisement
০৩ নভেম্বর ২০২৪

দু’বছর বয়সেই আস্ত অ্যাস্টন মার্টিনের মালিক জর্জ!

বছর দু’য়েকেও হয়নি তার বয়স। সবে হাঁটি হাঁটি পা পা করে নার্সারি স্কুলে যেতে শিখেছে একরত্তি রাজকুমার জর্জ। ডিউক অফ কেম্ব্রিজ রাজকুমার উইলিয়াম এবং ডাচেস অফ কেম্বিজ রাজকুমারী কেটের ছেলে জর্জ। এর মধ্যেই আস্ত অ্যাস্টন মার্টিনের মালিক হয়ে গিয়েছে জর্জ।

এই গাড়িটিই পাবে রাজকুমার জর্জ। (ইনসেট) রাজকুমার জর্জ। ছবি: এএফপি এবং টুইটার।

এই গাড়িটিই পাবে রাজকুমার জর্জ। (ইনসেট) রাজকুমার জর্জ। ছবি: এএফপি এবং টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ১৬:৪৩
Share: Save:

বছর দু’য়েকেও হয়নি তার বয়স। সবে হাঁটি হাঁটি পা পা করে নার্সারি স্কুলে যেতে শিখেছে একরত্তি রাজকুমার জর্জ। ডিউক অফ কেম্ব্রিজ রাজকুমার উইলিয়াম এবং ডাচেস অফ কেম্বিজ রাজকুমারী কেটের ছেলে জর্জ। এর মধ্যেই আস্ত অ্যাস্টন মার্টিনের মালিক হয়ে গিয়েছে জর্জ।

বন্ড সিরিজের ‘দ্য লিভিং ডে-লাইটস’ ছবিতে দেখা যায় অ্যাস্টন মার্টিন গাড়িটিকে। ১৯৮৭ সালের ছবিটিতে জেমস বন্ডরূপী টিমোথি ডাল্টনকে চড়তে দেখা যায় গাড়িটিতে। ১৯৮৮ সালে জর্জের বাবা ছোট্ট উইলিয়ামের হাতে গাড়িটিকে তুলে দেন তাঁর বাবা রাজকুমার চার্লস। তার পর দীর্ঘ দিন গাড়িটি নরফকে ব্রিটিশ রাজপরিবারের সান্ড্রিংহাম এস্টেটের জাদুঘরেই গাড়িটি রাখা ছিল। সেই গাড়িটিই কিছুটা মেরামত করে জর্জের হাতে তুলে দেওয়া হবে।

তবে এখনই গাড়িটিতে চড়ার সৌভাগ্য হচ্ছে না জর্জের। তার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে তাকে। তার পরই গাড়িটির ছোট সংস্করণ ভি-এইট ভোলান্ত চালাতে পারবে জর্জ।

এই সংক্রান্ত আরও খবর...

• পুতুল নিয়ে রাজকুমারীর খুনসুটি

অন্য বিষয়গুলি:

prince george aston martin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE