Advertisement
০৩ নভেম্বর ২০২৪
International News

‘নোট বাতিল সাহসী পদক্ষেপ’: আচমকা মোদীর প্রশংসায় চিন

নোট সঙ্কটের জেরে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে নরেন্দ্র মোদী। স্বস্তির বাতাস এল বিদেশ থেকে। চিনের সরকারি মিডিয়া নোট বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করল। দুর্নীতি রুখতে নরেন্দ্র মোদীর সরকার যে পদক্ষেপ করেছে, তা চমকে ‘আকস্মিক এবং সাহসী’, মত চিনের সরকারি সংবাদপত্রের।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ২০:০০
Share: Save:

নোট সঙ্কটের জেরে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে নরেন্দ্র মোদী। স্বস্তির বাতাস এল বিদেশ থেকে। চিনের সরকারি মিডিয়া নোট বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করল। দুর্নীতি রুখতে নরেন্দ্র মোদীর সরকার যে পদক্ষেপ করেছে, তা চমকে ‘আকস্মিক এবং সাহসী’, মত চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের। তবে ভারত থেকে দুর্নীতি নির্মূল করতে শুধু ৫০০ আর ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া যথেষ্ট নয় বলেও লেখা হয়েছে চিনা কাগজে।

‘বেজিং অফারস ক্লুজ ফর মোদী’জ নিউ অ্যান্টি-করাপশন মুভস’ (মোদীর নতুন দুর্নীতি-বিরোধী অভিযানের জন্য বেজিং-এর কিছু পরামর্শ)— এই নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে গ্লোবাল টাইমসে। সেখানে লেখা হয়েছে, ‘একটি আকস্মিক এবং আচমকা পদক্ষেপে’ ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করে মোদী ‘দেখাতে চেয়েছেন যে তিনি কালোটাকা এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধটা সত্যিই তীব্র করে তুলতে চান।’ প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ‘‘মোদীর উদ্দেশ্য ভাল এবং এই সিদ্ধান্ত ভারতের বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে, কারণ ভারতে অবৈধ কারবারগুলির সিংহ ভাগই নগদে হয় এবং ৫০০-১০০০ টাকার নোটেই ভারতে নগদ লেনদেনের ৮০ শতাংশ হয়।’’ কিন্তু দুর্নীতিতে শিকড় থেকে উপড়ে ফেলতে এই পদক্ষেপ যথেষ্ট নয় বলেও প্রতিবেদনটিতে মত প্রকাশ করা হয়েছে।

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি, কালোটাকা এবং কর ফাঁকির বিরুদ্ধে এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছেন। কিন্তু সে সব পদক্ষেপের অধিকাংশই ‘নখদন্তহীন’। মত চিনা সংবাদপত্রের। তা সত্ত্বেও চিনা বিশেষজ্ঞরা বলছেন, ভারত নোট বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, তা ‘ঝুঁকিপূর্ণ’ হলেও ‘সাহসী’। গ্লোবাল টাইমসের উত্তর সম্পাদকীয় প্রতিবেদনটির বক্তব্য, ‘‘দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার জন্য নোট বাতিলের চেয়েও অনেক বেশি কিছু করা দরকার। কাঠামোয় সংস্কার আনাটাই সবচেয়ে জরুরি। এই বিষয়ে সঠিক দিশা পেতে নয়াদিল্লি বেজিং-এর পথ অনুসরণ করতে পারে।’’

আরও পড়ুন: ‘নোট বাতিল করায় অনেক রাজনৈতিক দল ভীষণ ভয়ে’

নরেন্দ্র মোদী দুর্নীতিমুক্ত ভারত গড়তে যে পদক্ষেপ নিয়েছেন, তাকে যথেষ্ট বলে মনে না করলেও, এই পদক্ষেপ যে মহৎ উদ্দেশ্যেই গৃহীত হয়েছে, চিনের সরকারি সংবাদপত্রে তেমন মত প্রকাশিত হওয়া নরেন্দ্র মোদীর পক্ষে নিঃসন্দেহে স্বস্তির বিষয়। আন্তর্জাতিক রাজনীতিতে যে দেশের বিরোধিতা সামলাতে সবচেয়ে বেশি নাজেহাল হতে হচ্ছে মোদীকে, জাতীয় রাজনীতিতে বিরোধীদের এককাট্টা সমালোচনার মুখে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে সেই আন্তর্জাতিক প্রতিপক্ষের সমর্থন পাওয়া অবহেলার বিষয় নয়। বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE