Advertisement
E-Paper

পরাজিত জামায়াত-বিএনপি জোট! বাংলাদেশে একটি আইনজীবী সমিতির ভোটে জয়ী আওয়ামী লীগ

গণ অভ্যুত্থানের জেরে গত বছর অগস্টে ক্ষমতাচ্যুত হয় হাসিনার আওয়ামী লীগ সরকার। দেশে ছেড়ে পালান হাসিনা। বাংলাদেশের শাসনভার হাতে নেয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান মুহাম্মদ ইউনূস।

শেখ হাসিনা।

শেখ হাসিনা। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৪
Share
Save

পলাতক সর্বময় নেত্রী। গা ঢাকা দিয়ে রয়েছেন দলের বড়-মেজ-ছোট নেতারা। এমতাবস্থায় বাংলাদেশে একটি আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হল আওয়ামী লীগ। চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ছ’টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। পাঁচটি পদে জয়ী হয়েছে জামায়াত-বিএনপি সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল’। বিএনপির একার সমর্থিত প্যানেল ‘আইনজীবী ঐক্য ফ্রন্ট’ জয়ী হয়েছে দু’টি পদে।

সোমবার ভোটগ্রহণ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ফল ঘোষণা হয়ে ওই রাতেই। তিনটি প্যানেলে ৩৪ জন প্রার্থী লড়াই করেছিলেন। তাঁদের মধ্যে এক জন ছিলেন নির্দল। মোট ভোটারের সংখ্যা ছিল ২৩৪। ভোট দিয়েছেন ২০২ জন।

গণ অভ্যুত্থানের জেরে গত বছর অগস্টে ক্ষমতাচ্যুত হয় হাসিনার আওয়ামী লীগ সরকার। দেশে ছেড়ে পালান হাসিনা। বাংলাদেশের শাসনভার হাতে নেয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান মুহাম্মদ ইউনূস। নতুন সরকার পূর্বতন প্রধানমন্ত্রী হাসিনা এবং তাঁর মন্ত্রিসভার সদস্য, আমলাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে। আওয়ামী লীগের সদস্যদের নির্যাতনের অভিযোগও উঠেছে। এই আবহে চাঁপাইগঞ্জের আইনজীবী কমিটির নির্বাচনে সর্বাধিক আসনে জয়ী হল আওয়ামী লীগ। হাসিনার দলের সমর্থকদের একটা বড় অংশ এই জয়ে চাঙ্গা। যদিও এর প্রভাব সাধারণ নির্বাচনে আদৌ পড়বে কি না তা নিয়ে তারা সন্দিহান। কারণ, নির্বাচনে আওয়ামী লীগ আদৌ অংশ নিতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

Sheikh Hasina Bangladesh Bangladesh Awami League

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}