সারদা গোষ্ঠীর বিভিন্ন চ্যানেল বিক্রির চেষ্টা তো চলছেই। এ বার ওই গোষ্ঠীর মালিকানাধীন একটি উর্দু এবং একটি বাংলা দৈনিক সংবাদপত্র বিক্রির প্রস্তুতিও শুরু করে দিল রাজ্য সরকারের গড়া শ্যামল সেন কমিশন। ওই দু’টি সংবাদপত্রের বিষয়ে কমিশন সোমবার সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে জেরা করে। সুদীপ্ত কমিশনে জানান, ওই সংবাদপত্র দু’টি তিনি বিক্রি করে দিতে চান। নিজের কয়েকটি চ্যানেল বেচে দিতে চান বলে তিনি আগেই জানিয়েছিলেন।
সুদীপ্তের আইনজীবী সমীর দাস এ দিন জানান, যে-দু’টি সংবাদপত্র বিক্রির উদ্যোগ চলছে, সেগুলো হল উর্দু দৈনিক আজাদ হিন্দ ও বাংলা দৈনিক কলম। আজাদ হিন্দের পুরো মালিকানা সারদা সংস্থারই। আর কলমের ৮০ শতাংশ কিনেছিলেন সুদীপ্ত। ওই দু’টি সংবাদপত্র বিক্রি করে তার টাকা কমিশনে জমা দিতে চান সুদীপ্ত। সারদা-প্রধান ওই টাকা দিয়ে সংস্থার আমানতকারীদের ক্ষতিপূরণ দিতে চান বলে জানান সমীরবাবু।
এর আগে সারদার অধীনে থাকা ‘তারা’ ও ‘চ্যানেল টেন’ বিক্রি করতে উদ্যোগী হয়েছিল সেন কমিশন। কিন্তু সেই প্রক্রিয়া এখন সম্পূর্ণ হয়নি বলে কমিশন সূত্রের খবর।
এ দিন কমিশনে শুনানির শুরুতেই সারদার মালিকানাধীন দু’টি সংবাদপত্রের প্রসঙ্গ ওঠে। সারদার আইনজীবী জানান, ওই দু’টি সংবাদপত্র চালানোর দায়িত্বে রয়েছেন তৃণমূলের এক সাংসদ। তাঁকেও এ দিন কমিশনে ডাকা হয়েছিল। সারদা গোষ্ঠীর আইনজীবী জানান, সংবাদপত্র দু’টি কিনে নেওয়ার ব্যাপারে ওই সাংসদও আগ্রহ প্রকাশ করেছেন। কমিশন আপাতত ওই সংবাদপত্র দু’টির সম্পত্তির হিসেব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy