Advertisement
০৫ নভেম্বর ২০২৪
State News

নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ

তিন বছরের জন্য রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। এ রাজ্যে এমন পদ এই প্রথম তৈরি করা হল। ৩১ মে-র পরে আনুষ্ঠানিক ভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন সুরজিৎবাবু।

সুরজিৎ কর পুরকায়স্থ

সুরজিৎ কর পুরকায়স্থ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ০৩:৪৫
Share: Save:

তিন বছরের জন্য রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। এ রাজ্যে এমন পদ এই প্রথম তৈরি করা হল। ৩১ মে-র পরে আনুষ্ঠানিক ভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন সুরজিৎবাবু। রাজ্য প্রশাসনের অন্দরের ব্যাখ্যা, অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে তিনি ক্ষমতাবলে পুলিশ-প্রধানদের প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন।

রাজ্য মনে করছে, আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থাপনা এক ছাতার তলায় আনা প্রয়োজন। সেই জন্য পুলিশ, গোয়েন্দা বিভাগ-সহ আইনশৃঙ্খলা এবং সুরক্ষা প্রদানকারী সব বিভাগের মধ্যে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হল নিরাপত্তা উপদেষ্টাকে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, তার ভিত্তিতে উপযুক্ত নীতি নির্ধারণ, মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেওয়া এবং পুলিশবাহিনীকে সেই অনুযায়ী প্রস্তুত করার দায়িত্ব থাকবে তাঁর উপরে।

গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে যখন-তখন রিপোর্ট তলব করার ক্ষমতা থাকবে নিরাপত্তা উপদেষ্টার। রিপোর্ট অনুযায়ী তিনি মনে করলে পুলিশ-প্রধানদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নে সুরজিৎবাবুই মুখ্যমন্ত্রীর মুখ্য সমন্বয়কারী হতে চলেছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE