Advertisement
০২ নভেম্বর ২০২৪

ফের প্রবেশিকার দাবি প্রেসিডেন্সিতে

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের রাষ্ট্রবিজ্ঞানের ভর্তির পরীক্ষায় প্রশ্ন-বিভ্রাট নিয়ে বিক্ষোভে শামিল হয়েছে এসএফআই-সহ বিভিন্ন ছাত্র সংগঠন। বিক্ষোভ দেখিয়ে এবং স্মারকলিপি পেশ করে প্রতিবাদ জানাচ্ছে তারা। ওই প্রবেশিকা পরীক্ষা আবার নেওয়ার দাবি তুলেছে ছাত্র সংগঠন আইসি এবং এসএফআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০১৮ ০৪:১০
Share: Save:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের রাষ্ট্রবিজ্ঞানের ভর্তির পরীক্ষায় প্রশ্ন-বিভ্রাট নিয়ে বিক্ষোভে শামিল হয়েছে এসএফআই-সহ বিভিন্ন ছাত্র সংগঠন। বিক্ষোভ দেখিয়ে এবং স্মারকলিপি পেশ করে প্রতিবাদ জানাচ্ছে তারা। ওই প্রবেশিকা পরীক্ষা আবার নেওয়ার দাবি তুলেছে ছাত্র সংগঠন আইসি এবং এসএফআই।

মঙ্গলবারেও ওই দুই ছাত্র সংগঠন আলাদা ভাবে বিক্ষোভ দেখায়। কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয় আইসি। পরীক্ষার্থীদের অভিযোগ, ১২ মে রাষ্ট্রবিজ্ঞানের প্রবেশিকা পরীক্ষায় ওই বিষয়ের কোনও প্রশ্নই আসেনি। তার বদলে প্রশ্ন ছিল শুধু লজিক্যাল রিজ়নিং এবং ইংরেজি নিয়ে। এতে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রেসিডেন্সির ভর্তি-পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহার বক্তব্য, প্রেসিডেন্সি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরীক্ষায় লজিক্যাল রিজ়নিং ও ইংরেজি নিয়ে প্রশ্ন আসার কথা তাঁরা আগেই জানান। ১৯ ফেব্রুয়ারি বোর্ডের সাইটে বিজ্ঞপ্তি দেন। কিন্তু পরীক্ষার্থীদের অভিযোগ, ওই বিজ্ঞপ্তি দেওয়া হয় ১২ মে পরীক্ষা শুরুর পরে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE