সম্মানিত: বঙ্গবিভূষণ মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে আশা ভোঁসলে। সোমবার নজরুল মঞ্চে। নিজস্ব চিত্র
বঙ্গসম্মানের মঞ্চ থেকেই রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সন্ধ্যায় বঙ্গসম্মানের মঞ্চে প্রবীণ সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেকে সম্মান প্রদানের পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কিছু লোক লাগাতার বাংলাকে অপমানের চেষ্টা করে যাচ্ছেন। এ ভাবে চমকে-ধমকে তাঁদের চেষ্টা সফল হবে না।’’ তাঁরা কারা— সে-কথা অবশ্য এ দিন খোলসা করেননি মমতা। তিনি শুধু বলেন, ‘‘এ সব করে লাভ হবে না! বাংলা হল সেই জায়গা ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’!’’
এর আগে দিল্লির কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে বার বার বাংলার ভাবমূর্তি নষ্টের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পঞ্চায়েত ভোটের পরে এই প্রথম প্রকাশ্য মঞ্চ থেকে এমনই অভিযোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আর কিছু দিনের মধ্যেই কর্নাটকে বিজেপি-বিরোধী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন মমতা। সেখানে দেশ জুড়ে বিজেপি বিরোধী দলগুলির মঞ্চ গড়ে ওঠার কাজটাও গুরুত্ব পেতে চলেছে। দেশের অন্যতম অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা এ দিন নাম না-করে বিজেপি তথা দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছেন বলে মনে করা হচ্ছে।
এ বারের বঙ্গবিভূষণ প্রাপকদের মধ্যে আশা ভোঁসলে ছাড়া ছিলেন, রাজবংশী ভাষা-সংস্কৃতর গবেষক-লেখক গিরিজাশঙ্কর রায় এবং সাঁওতালি ভাষা-সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ মুখ সুহৃদকুমার ভৌমিক। একই সঙ্গে সাহিত্যিক সমরেশ মজুমদার, বিনোদন জগতের প্রসেনজিৎ বা ফুটবলজগতের হায়দরাবাদবাসী মহম্মদ হাবিব, সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি শ্যামল সেন প্রমুখ সম্মানিত হয়েছেন। বাচিকশিল্পী পার্থ ঘোষ, সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরীরা পেয়েছেন বঙ্গভূষণ সম্মান।
আরও পড়ুন: ঝাড়গ্রাম যেতে পারেন মুখ্যমন্ত্রী, নজরে জঙ্গলমহল
তবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল আশা ভোঁসলের উপস্থিতি। এর আগে মান্না দে-র জীবদ্দশায় তাঁর বেঙ্গালুরুর বাড়িতে গিয়ে তাঁকে এই সম্মান দিয়েছিলেন মমতা। মমতার এ দিনের আশা, আশাজির দিদি লতা মঙ্গেশকরের বাড়িতে গিয়ে এই সম্মান দিয়ে আসবেন।’’ পরে আশা ভোঁসলে মমতার ‘ম্যাজিকে’ কলকাতা পাল্টে যাওয়ার কথা বলেন। সাত দশকেরও বেশি সম্পর্ক আশার সঙ্গে কলকাতার। সম্মাননা গ্রহণ করে নজরুল মঞ্চে দাঁড়িয়ে তিনি গাইলেন, ‘‘যেতে দাও আমায় ডেকো না!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy