Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ছিটমহল: আসছে বিল

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি গৃহীত হয়েছে। বৈঠকের পরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বিধানসভার আসন্ন অধিবেশনে জমির বিলটি পেশ করা হবে।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০৪:০৭
Share: Save:

ছিটমহলের বাসিন্দাদের জমির মালিকানা দিতে বিধানসভায় সংশ্লিষ্ট জমি বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি গৃহীত হয়েছে। বৈঠকের পরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বিধানসভার আসন্ন অধিবেশনে জমির বিলটি পেশ করা হবে। সরকারি সূত্রের খবর, এই কারণে ওই কাজে পৃথক ভাবে আর অধ্যাদেশের (অর্ডিন্যান্স) প্রয়োজন হবে না। ২০১৫ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে ছিটমহলের হস্তান্তর হয়। এ দেশে যাঁরা এসেছেন, তাঁদের জমির অধিকার দিতে তার পর থেকে প্রক্রিয়া চালু করে রাজ্য সরকার। সেই রূপরেখা চূড়ান্ত হয়ে গেলেও মালিকানা দেওয়ার কাজ বাকি ছিল। উত্তরবঙ্গে শেষ প্রশাসনিক বৈঠকে অসম্পূর্ণ সেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে প্রাথমিক ভাবে অধ্যাদেশের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত বিধানসভায় জমি আইনের সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। আইন সংশোধন হয়ে গেলে ছিটমহলের যে পরিবার যে জমির উপরে বর্তমানে বসবাস করছে, সেই পরিবারকে সংশ্লিষ্ট অংশের মালিকানা দিয়ে দেবে রাজ্য। পাশাপাশি, মন্ত্রিসভার এ দিনের বৈঠকে নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের জন্য একটি করে উন্নয়ন পর্যদ গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে।

অন্য বিষয়গুলি:

Land Bill Assembly Enclave
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE