গ্রাফিক: শৌভিক দেবনাথ
কোথাও কোনও সেতুর হাল যদি খারাপ থাকে, তা এ বার সরাসরি জানানো যাবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। শুধু খারাপ হালের তথ্য নয়, ওই সেতুর ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোও যাবে মন্ত্রীকে। এ জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরের কথা (৯৮৩০০৩৭৪৯৩) বৃহস্পতিবার ঘোষণা করেছেন তিনি।
এ দিন সকালে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র সিইও সঞ্জয় বনশল এবং নগরোন্নয়নসচিব সুব্রত গুপ্তকে নিয়ে শহরের ১০টি সেতু পরিদর্শনে বেরিয়েছিলেন। সেই সময় তিনি বলেন, ‘‘আমরা একটি নম্বর খুলেছি। জনগণকে বলব, কোথাও যদি কোনও সেতুর হাল খারাপ দেখেন, তা হলে সে কথা ছবি তুলে আমাদের জানান।’’
পাশাপাশি তিনি জানান, কোনও সমালোচনার জন্য নয়, শুধুমাত্র সরকারকে তথ্য জানানোর জন্যই এই উদ্যোগ। তাঁর কথায়, ‘‘কোনও সমালোচনা করার জন্য নয়, এটা আমাকে সাহায্য করার জন্য।’’
দেখুন ব্রিজ পরিদর্শনের ভিডিয়ো
আরও পড়ুন
বিনামূল্যের স্বাস্থ্য সেবা ঘিরে সংশয়, প্রশ্ন প্রশাসনের অন্দরেও
মাঝেরহাটে তৈরি হবে এক জোড়া বেইলি ব্রিজ
প্রথমে ফিরহাদ হাকিম এ দিন কালীঘাট সেতু পরিদর্শন করেন। সেই সেতুর অবস্থা যে তেমন একটা ভাল নয়, মন্ত্রীর কথাতেই সে কথা উঠে এসেছে। তিনি বলেন, ‘‘আজ আমরা কালীঘাট দিয়ে শুরু করলাম। এই সেতুর প্লাস্টার খসে পড়েছে কোথাও কোথাও। অনেক জায়গাতেই গাছ বেরিয়েছে। তা ছাড়া বিশেষজ্ঞরা বলছেন, আদিগঙ্গার জল যে হেতু দূষিত, তাই সেই জলীয়বাষ্প চরিত্রে অনেকটাই ‘অ্যাসিডিক’। সেই ‘অ্যাসিডিক’ জলীয়বাষ্প সেতুর অনেক ক্ষতি করছে।’’ এর পরেই তিনি জানান, কালীঘাট সেতু রক্ষণাবেক্ষণের কাজ আগামী তিন দিনের মধ্যেই শুরু হবে। সে কাজ শেষ হবে ১৫ দিনের মধ্যে। কালীঘাটের পর ঢাকুরিয়া, বিজন-সহ মোট ১০টি সেতুর হাল এ দিন ঘুরে দেখার কথা ফিরহাদের।
(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy