—ফাইল চিত্র।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল রুখতে আরও কড়া নজরদারির বন্দোবস্ত করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা চলাকালীন কোনও ছাত্রের কাছে যদি মোবাইল পাওয়া যায়, তা হলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে। এমনকি তাঁর রেজিষ্ট্রেশনও বাতিল করে দেওয়া হবে। ফলে ওই পড়ুয়া আর কোনও দিনই উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসতে পারবেন না।
আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শনিবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।তিনি এ দিন বলেন, ‘‘পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের। অভিভাবকেরাও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না।’’ তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখেই ‘মোবাইল ডিটেকটর’ যন্ত্র দিয়ে তল্লাশি চালানো হবে। ওই স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরা মোবাইল আনলে ভেনু ইনচার্জের কাছে তা জমা রাখতে হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে শৌচাগারেও যেতে পারবে না পরীক্ষার্থীরা।
মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ ওঠে। উচ্চ মাধ্যমিকের সময় যাতে এমনটাআর না ঘটে, সে জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মহুয়াদেবী।
আরও পড়ুন: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান, উড়িয়ে নিয়ে যাওয়া হল ১০ হাজার সেনা
আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ভারত-পাকিস্তান, বললেন ট্রাম্প
সংসদের তরফে জানানো হয়েছে, সকাল ১০টা বেজে গেলে তবেই প্রশ্নপত্র দেওয়া হবে। মহুয়াদেবী বলেন, ‘‘তার এক সেকেন্ড আগেও খোলা যাবে না মুখ বন্ধ খাম। প্রতিটি খামেই বার কোডথাকবে। ফলে কম্পিউটারের মাধ্যমে ট্র্যাকিং ব্যবস্থা রয়েছে। ১০টার আগে খাম খোলা হলে, বোঝা যাবে।’’
পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়ার পর যদি অতিরিক্ত কিছু থাকে, তাহলে সেগুলি জমা করতে হবে ভেনু ইনচার্জের কাছে। পরে তা পাঠিয়ে দিতে হবে সংসদে। মোবাইল ছাড়াও, নকল করতে গিয়ে ধরা পড়লে, পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের নিগ্রহ করা হলেঅথবা পরীক্ষা হলে ভাঙচুর বা বিশৃঙ্খলা তৈরি করলে, খাতা জমা না দিয়ে পরীক্ষার্থী বাড়ি চলে গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রেজিস্ট্রশন বাতিলও করা হতে পারে বলে জানিয়েছেন মহুয়াদেবী।
তিনি আরও বলেন, ‘‘কোনও রকম গুজবে কান দেবেন না। আমরা সতর্ক রয়েছি। পরীক্ষাকেন্দ্রে নজর রাখছি। নিজস্ব নিয়মে নজরদারি করা হবে। নির্বিঘ্নে পরীক্ষা দিন। সুরক্ষার ক্ষেত্র সব রকম ব্যবস্থা রাখা হয়েছে।’’
(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy