Advertisement
০১ নভেম্বর ২০২৪

শিক্ষককে চড়, ক্ষমা চেয়ে নিলেন গৌরব

গৌরবের কাছে ২৮ ফেব্রুয়ারি শো-কজের চিঠি পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয়। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শিক্ষককে মারধরের পরে স্প্যানিশ সার্টিফিকেট কোর্স থেকে কেন ওই ছাত্রের নাম বাদ হবে না, ১৫ দিনের মধ্যে তাঁকে তা জানাতে বলা হয়েছে।

শাসানি: হুমকির সেই ফুটেজ। —ফাইল চিত্র।

শাসানি: হুমকির সেই ফুটেজ। —ফাইল চিত্র।

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ০২:২৯
Share: Save:

প্রথমে শিক্ষক-নিগ্রহের অভিযোগ স্বীকার করেননি তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাস্কর দাসকে চড়থাপ্পড় মেরে নিগ্রহের অভিযোগ ওঠার পাঁচ সপ্তাহ পরে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করলেন টিএমসিপি নেতা গৌরব দত্ত মুস্তাফি। শো-কজের জবাব দিয়ে তিনি ক্লাস করতে দেওয়ার আবেদনও জানিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।

গৌরবের কাছে ২৮ ফেব্রুয়ারি শো-কজের চিঠি পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয়। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শিক্ষককে মারধরের পরে স্প্যানিশ সার্টিফিকেট কোর্স থেকে কেন ওই ছাত্রের নাম বাদ হবে না, ১৫ দিনের মধ্যে তাঁকে তা জানাতে বলা হয়েছে। শিক্ষা শিবিরের খবর, দুঃখপ্রকাশের সঙ্গে সঙ্গেই গৌরব জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলবেন। কর্তৃপক্ষের কাছে তাঁর আবেদন, তাঁকে স্প্যানিশ সার্টিফিকেট কোর্সে ক্লাস করতে দেওয়া হোক।

গৌরব ৬ ফেব্রুয়ারি রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ভাস্কর দাসের ঘরে ঢুকে তাঁকে চড়থাপ্পড় মারেন এবং নানা ভাবে শারীরিক নিগৃহীত করেন বলে অভিযোগ। শো-কজের চিঠিতে গৌরবের ক্ষমাপ্রার্থনাই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সেরা প্রমাণ বলে শিক্ষাজগতের অভিমত। উপাচার্য এ দিন শহরের বাইরে ছিলেন। বারবার ফোন করেও এই বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE