Advertisement
০১ নভেম্বর ২০২৪
Suti Shootout

নিশানায় ছিলেন অন্য যুবক, ভাইকে মারের বদলা নিতেই গুলি, ব্যবসায়ীর মৃত্যু ‘ভুল করে’, সুতিকাণ্ডে দাবি ধৃতের

জুয়ার ঠেকে এক যুবক তাঁর ভাইকে মারধর করেছিলেন। তার বদলা নিতেই সেই যুবককে গুলি করে খুনের ছক! পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে এমনটাই দাবি করেছেন সুতিকাণ্ডে ধৃত কাশেম শেখ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জঙ্গিপুর শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৬:০৩
Share: Save:

জুয়ার ঠেকে এক যুবক তাঁর ভাইকে মারধর করেছিলেন। তার বদলা নিতেই সেই যুবককে গুলি করে খুনের ছক! পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে এমনটাই দাবি করেছেন সুতিকাণ্ডে ধৃত কাশেম শেখ। তাঁর দাবি, লক্ষ্যভ্রষ্ট হয়েই মৃত্যু হয়েছে ব্যবসায়ীর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূতি থানার কাশিমনগর ও পিলকি এলাকার আমবাগানে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর চলে। সেই আসরে স্থানীয় অন্তত ২০ জন যুবক টাকা খাটান। তাঁদেরই এক জন কবিরুল শেখ। তাঁর সঙ্গে দিন কয়েক আগে টাকার ভাগ নিয়ে কাশেমের ভাইয়ের গন্ডগোল হয়। এর পর গত মঙ্গলবার রাতে এক চায়ের দোকানে ফের বচসা শুরু হয়। সেখানে কাশেমের ভাইকে কবিরুল মারধর করেন বলে অভিযোগ। কাশেমের দাবি, সেই ঘটনারই বদলা নিতে কবিরুলকে খুনের পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে ব্যবসায়ী ইয়াদ শেখের বুকে।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ব্যবসায়ী। এ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

Shootout
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE