Advertisement
০৬ নভেম্বর ২০২৪

তৃণমূলের মঞ্চে ডাক ‘বিরোধী’ ডাক্তার রেজাউলকে

সমালোচনার অস্বস্তি কাটিয়ে নিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরতে তৃণমূলের মঞ্চে আনার চেষ্টা হচ্ছে কট্টর তৃণমূল-বিরোধী চিকিৎসক রেজাউল করিমকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০৪:০২
Share: Save:

কোনও রকম সমালোচনা তৃণমূল সরকার সহ্য করতে পারে না বলে বারবার বিরোধীরা অভিযোগ করে। রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হওয়ার মাসুল গুনতে হয়েছে শিলাদিত্য চৌধুরী, অম্বিকেশ মহাপাত্রদের মতো অনেককেই। সেই সমালোচনার অস্বস্তি কাটিয়ে নিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরতে তৃণমূলের মঞ্চে আনার চেষ্টা হচ্ছে কট্টর তৃণমূল-বিরোধী চিকিৎসক রেজাউল করিমকে।

তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্য সরকারের চিকিৎসক-বিরোধী নানা পদক্ষেপের বিরুদ্ধে মুখ খুলেছেন রেজাউল। বিরোধী শিবিরের চিকিৎসকদের নিয়ে ‘ডক্টরস ফোরাম’ তৈরিও করেছেন রেডিওলজির এই চিকিৎসক। কিছুদিন আগে এসএসকেএম থেকে সাগরদত্ত মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছে তাঁকে। রাজ্যের সঙ্গে কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থার তুলনামূলক আলোচনায় সেই রেজাউলকে বক্তা হিসেবে পেতে চাইছে তৃণমূল।

আগামী ৯ ডিসেম্বর কলকাতার উত্তম মঞ্চে তৃণমূলের সোশ্যাল মিডিয়া শাখার আয়োজনে ‘আইডিয়া অফ বেঙ্গল’-এ ‘কালো টাকা এবং প্রতিশ্রুতিভঙ্গ’, ‘স্বাস্থ্যে ভারত ও বাংলা’ এবং ‘বাংলায় বহুত্ববাদ’— তিনটি বিষয়ে আলোচনা হবে। স্বাস্থ্য বিষয়েই বক্তা তালিকায় রয়েছে রেজাউলের নাম। আয়োজকদের তরফে সুপর্ণ মৈত্রের ব্যাখ্যা, ‘‘বিরোধী বক্তব্য না থাকলে বিতর্ক জমবে না যে! রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনও অভিযোগ আছে কি না, তা জানার সুযোগ আলোচনাসভায় তো থাকবেই।’’ যদিও রেজাউলের বক্তব্য, ‘‘চিকিৎসকদের আন্দোলন নিয়ে আমাকে বলার জন্য প্রাথমিক ভাবে অনুরোধ করা হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র এখনও পাইনি। আমন্ত্রণপত্র পেলে এবং আমার সংগঠন অনুমতি দিলে যেতে পারব। ব্যক্তিগত ভাবে সিদ্ধান্তের ব্যাপার নেই।’’

ওই দিন আলোচনাসভায় কেন্দ্রের আর্থিক নীতির বিরুদ্ধে সুর চড়াতে বিজেপি-ত্যাগী প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিন্‌হাকে তৃণমূল তাদের মঞ্চে আনছে। কালো টাকা দেশে ফেরত আনা নিয়ে কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা কতটা রক্ষিত হয়েছে, সে বিষয়ে নিজের মতামত জানাবেন যশবন্ত। প্রাক্তন এই অর্থমন্ত্রীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই সুসম্পর্ক। অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় যশবন্ত এবং মমতা সহকর্মী ছিলেন। বিজেপি ত্যাগী যশবন্তকে সে কারণেই বিজেপির বিরুদ্ধে প্রচারে তৃণমূল কৌশলে ব্যবহার করতে চাইছে বলে দলের একাংশের অভিমত।

এ ছাড়া, রাজ্যে বহুত্ববাদের পরিবেশ রক্ষা হচ্ছে কি না, তা নিয়েও আলোচনা হওয়ার কথা। বহুত্ববাদ নিয়ে আলোচনায় বক্তা তালিকায় রয়েছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম।

অন্য বিষয়গুলি:

TMC Rezaul Karim Doctor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE