Advertisement
০৬ নভেম্বর ২০২৪

সারদা মামলায় তৃতীয় চার্জশিট

আগে দাখিল করা হয়েছিল দু’টি চার্জশিট। সারদা রিয়েলটি মামলায় এ বার তৃতীয় অতিরিক্ত চার্জশিটটি জমা দিল সিবিআই। শুক্রবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক সৌগত রায়চৌধুরীর এজলাসে ওই চার্জশিট পেশ করা হয়েছে বলে আদালত সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০৩:২০
Share: Save:

আগে দাখিল করা হয়েছিল দু’টি চার্জশিট। সারদা রিয়েলটি মামলায় এ বার তৃতীয় অতিরিক্ত চার্জশিটটি জমা দিল সিবিআই। শুক্রবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক সৌগত রায়চৌধুরীর এজলাসে ওই চার্জশিট পেশ করা হয়েছে বলে আদালত সূত্রের খবর।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, তৃতীয় চার্জশিটে আমানতকারীদের টাকা নয়ছয়ের অভিযোগ দায়ের করা হয়েছে সারদার কর্ণধার সুদীপ্ত সেন, সংস্থার অডিটর সুনীলকুমার গুহরায় ও বারুইপুর অফিসের ম্যানেজার অরিন্দম দাস ওরফে বুম্বার বিরুদ্ধে। চার্জশিটে সুনীলকুমার গুহরায়কে পলাতক দেখানো হয়েছে। সুদীপ্ত সেন এবং অরিন্দম দাস এখন জেল-হাজতে আছেন। এর আগে সারদা রিয়েলটি মামলায় যে-দু’টি চার্জশিট পেশ করা হয়েছে তাতে রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র, প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার, ইস্টবেঙ্গল ক্লাবকর্তা দেবব্রত সরকার (নিতু), প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বসু, সাংসদ কুণাল ঘোষ, সারদা-প্রধান সুদীপ্ত সেন, সারদার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায় ও শিবনারায়ণ দাস, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহ, ব্যবসায়ী সন্ধির অগ্রবাল ও তাঁর বাবা সজ্জন অগ্রবাল এবং অসমের গায়ক সদানন্দ গগৈয়ের নাম ছিল।

সিবিআইয়ের খবর, এ দিনের চার্জশিটে বলা হয়েছে, বারুইপুর অফিসের ম্যানেজার অরিন্দম দাস, অডিটর সুনীল গুহরায় ও সুদীপ্ত সেনের যোগসাজশে সারদার টাকা বিভিন্ন খাতে সরানো হয়েছিল। সিবিআইয়ের তদন্তকারীদের দাবি, সারদা অডিটর বিভিন্ন সময়ে বেআইনি ভাবে নগদ ‘ভাউচার’-এ সই করে টাকা তুলেছেন। অরিন্দমও যে বিভিন্ন খাতে নগদ টাকা সরিয়েছিলেন, তার প্রমাণ মিলেছে বলে চার্জশিটে দাবি করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

saradha scam mamata Banerj chit fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE