দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় দু’দিন ঝড়বৃষ্টি হয়েছে। তবে সোমবার থেকে আর তেমন কোনও পূর্বাভাস নেই। কলকাতা-সহ দক্ষিণের সর্বত্র আবার কিছু দিন শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রাও বেশ খানিকটা কমতে পারে। দার্জিলিঙে হতে পারে তুষারপাত।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। আগামী দু’দিনে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি। তার পরের তিন দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৯ ডিগ্রিতে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গেও মূলত শুকনো আবহাওয়া থাকবে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙের কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে অন্য কোনও জেলায় বৃষ্টি হবে না। কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারের নীচে। উত্তরবঙ্গেও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আগামী দু’দিনে।
অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। যা ক্রমে উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে এগোবে।