বিশাল কালো কদাকার চেহারা, রোমশ শরীর। মোটা মোটা পা। দেখলেই মনে ত্রাসের সঞ্চার ঘটে। নাম শুনলেই ভয়ঙ্কর এক প্রাণীর চেহারা চোখের সামনে ভেসে ওঠে। ট্যারান্টুলা! সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত একটি অদ্ভুত ভিডিয়োয় দেখা গিয়েছে একটি পাখিকে গিলে খাচ্ছে একটি বিশাল মাকড়সা। যদিও ভিডিয়োটি কবে কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তার কোনও উল্লেখ নেই। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
বাড়ির আশপাশে ছোট-বড় মাকড়সাকে পোকামাকড় ধরে ধরে খেতে প্রায় সবাই দেখেছেন। কিন্তু কখনও কোনও মাকড়সাকে পাখি ধরে খেতে দেখেছেন? বিশ্বাস হচ্ছে না? ‘নেচার ইজ় ব্রুটাল’ নামের এক্স হ্যান্ডলের সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে বিশাল, রোমশ মাকড়সাটি একটি কাঠের পাটাতনের উপর ঝুলছে এবং তার সামনের পাগুলি দিয়ে একটি আস্ত পাখি ধরে আছে। হালকা পাখিটির মাথা পুরোটাই চলে গিয়েছে মাকড়সার মুখের ভিতর। এমনকি, পাখিটিকে নড়াচড়া করতেও দেখা যাচ্ছে না। সম্ভবত বেশ কিছু ক্ষণ আগে পাখিটি মাকড়সার কবলে পড়েছে। পাখিটির প্রাণবায়ু বেরিয়ে গিয়েছে কি না তা অবশ্য বোঝা যায়নি ভিডিয়োয়।
পাখিটির শেষ পরিণতি কী হল, তা জানা যায়নি। ভিডিয়োটি ১০ তারিখ পোস্ট করার পর থেকে ১ লক্ষ ৩৪ হাজারের বেশি বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে অনেক দর্শকই আতঙ্কিত হয়েছেন। ভয়ঙ্কর বলেও মন্তব্য করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই বিশেষ প্রজাতির ট্যারান্টুলাটি দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এরা গাছে গাছে থাকতে ভালবাসে এবং ছোট স্তন্যপায়ী প্রাণী, ইঁদুর শিকার করে খায়।