জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলমের সঙ্গে সোমবার দেখা করল মগরাহাটের অপহৃত কিশোরীর পরিবার।
ঘণ্টাদুয়েক কথাবার্তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ললিতাদেবী বলেন, ‘‘ওঁরা আমাদের কাছে খোলাখুলি সমস্ত কথা আলোচনা করেছেন। আমরা মগরাহাট গিয়ে ওখানকার পুলিশ-পঞ্চায়েত এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলব। এর পর দিল্লিতে ফিরে ১০ দিনের মধ্যে সমস্ত রিপোর্ট জমা দেব।’’ তিনি আরও জানান, গত ছ’মাসে এ রাজ্য থেকে জাতীয় মহিলা কমিশনে ছ’টি গুরুতর অভিযোগ জমা পড়েছে। অন্য রাজ্যের তুলনায় যা যথেষ্টই উদ্বেগজনক। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলেও তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
এ দিন অপহৃতার মা বলেন, ‘‘যদি মেরে ফেলে, সেই ভয়ে আমরা মগরাহাট ফিরতে পারছি না। আমি চাই আমার মেয়ে আমার কাছে ফিরে আসুক।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy