প্রতীকী চিত্র।
কারও শরীর প্রায় নগ্ন। কারও শরীরে আবার খুবই কম পোশাক। বেশ কিছু দিন ধরে পাড়ার কয়েক জন বধূর এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। তা নিয়ে ফুঁসছিল পাড়ার লোকজন। কিন্তু, সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ইদের সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার মাঠপাড়া।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সামান্য কথা কাটাকাটি থেকেই এ দিনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। মুড়ি মুড়কির মতো বোমাবাজি হতে থাকে। চলে ব্যাপক ভাঙচুর ও মারধর। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানিয়েছেন, এই বচসার কারণ যদিও কিছুটা পুরনো। মাস তিনেক আগে ওই এলাকারই কিছু যুবক জানতে পারেন, পাড়ার কয়েক জন মহিলার প্রায় নগ্ন বা স্বল্প পোশাকের ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। ভাল করে খেয়াল করলে বোঝা যায়, ছবিগুলি সুপার ইম্পোজ করা হয়েছে। ছবির মুখগুলি ওই পাড়ার মহিলাদের হলেও শরীরের বাকি অংশ অন্য কারও। এর পরে মাঠপাড়ার ছেলেরা খোঁজখবর করতে গিয়ে জানতে পারেন, বাকি শেখ নামে মাঠপাড়ারই এক যুবক বাকি শেখ বিভিন্ন সময়ে ওই মহিলাদের ছবি তুলেছিলেন নিজের মোবাইলে। সেই ছবিই সুপার ইম্পোজ করা হয়েছে বলে মনে হয় মাঠপাড়ার ছেলেদের। কাজেই, সন্দেহ গিয়ে পড়ে বাকি শেখের উপর।
দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: চিট-ফান্ড: রাজীব কুমার-সহ পুলিশ কর্তাদের জেরা করতে চায় সিবিআই
মাঠপাড়ার বাসিন্দাদের একাংশের দাবি, পাড়ার মাতব্বরদের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়। তাঁরা বাকি শেখকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার কথা স্বীকার করে নেন। মোড়লদের সামনে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞাও করেন, এমন কাজ আর কোনও দিন করবেন না। তখনকার মতো বিষয়টি মিটে যায়।
বাসিন্দাদের অভিযোগ, গত ক’দিন ধরেই ফের বাকি শেখ পাড়ার কয়েক জন মহিলাকে বিরক্ত করছিলেন। এ বার আর মোড়লদের উপর ভরসা না করে মঙ্গলবার সোজা নাদনঘাট থানায় বিষয়টি জানান পাড়ার ছেলেরা। এর পর পেশায় তাঁত ব্যাবসায়ী বাকি শেখকে ডেকে পাঠায় পুলিশ। সেখানে অভিযোগকারীরাও ছিলেন।
আরও পড়ুন: নিউটাউন থানায় আটক সঙ্গীদের ছাড়াতে সিভিক পুলিশকে অপহরণ করল বাইকবাজরা!
পুলিশ জানিয়েছে, অভিযোগকারীরা লিখিত ভাবে কিছু জানাননি। শুধুই মৌখিক অভিযোগ করেন। তাই বাকি শেখকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি মাঠপাড়ার চেলেদের বলা হয়, বিষয়টি মিটমাট করে নিতে।
কালনা হাসপাতালে আহতেরা। নিজস্ব চিত্র।
কিন্তু, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এ দিন সকালে বাকি শেখের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে অভিযোগকারীদের বচসা শুরু হয়ে যায়। মিনিট কয়েকের মধ্যে সেই বচসা গড়ায় সংঘর্ষে। শুরু হয় বোমাবাজি, ভাঙচুর, মারধর। অভিযোগকারীদের পাশাপাশি বাকি শেখের লোকজনও মাঠে নেমে পড়েন বোমা-বাঁশ-লাঠি নিয়ে। মুহুর্মুহু বোমা পড়তে থাকে। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েক জন। আটক করা হয়েছে দু’পক্ষের ১০ জনকে।
(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের রাজ্য বিভাগে)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy