বিয়েবাড়ি থেকে স্ত্রী-পুত্র আর শ্যালিকাকে নিয়ে গাড়িতে বাড়ি ফিরছিলেন কলকাতা ট্রাফিক পুলিশের এক কর্মী। বৃষ্টিভেজা রাস্তায় চাকা পিছলে গাড়ি সটান ধাক্কা মারল সেতুর রেলিংয়ে। সেই সংঘর্ষে পুলিশকর্মীর শ্যালিকার ডান হাত কেটে পড়ে গেল সেতুর নীচে। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার সলপ সেতুতে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত ঘোষণা করেন। মৃতার নাম কৃষ্ণা পোদ্দার। ট্রাফিক পুলিশের কর্মী এবং তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
পুলিশি সূত্রের খবর, রাত সাড়ে ৯টা নাগাদ টাটা সুমো গাড়িটি কলকাতার দিকে আসছিল। ছ’নম্বর জাতীয় সড়ক ধরে সলপ সেতুতে ওঠার পরে পরেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রেলিংয়ে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। কৃষ্ণাদেবীর ডান হাত কেটে পড়ে যায় সেতুর নীচে। গাড়ির আরোহী, দক্ষিণ কলকাতার ট্রাফিক গার্ডের এসআই প্রীতম দাশগুপ্তের বাঁ হাতে চোট লাগে। সকলকেই একবালপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান কৃষ্ণাদেবী। চিকিৎসার পরে দুই আহতকে ছেড়ে দেওয়া হয়েছে। বাসে-বাসে টক্করের সময় ঘষা লেগে যাত্রীর বেরিয়ে থাকা হাত কাটা পড়তে দেখেছে কলকাতা। এ দিন অবশ্য অন্য কোনও গাড়ির সঙ্গে প্রীতমবাবুদের গাড়িটির ধাক্কা লাগেনি। পুলিশের অনুমান, বৃষ্টিতে রাস্তা ভেজা ছিল বলেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy