Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Biswabharati

‘রাজনীতির কাদামাখা কুস্তির আখড়ায় পরিণত হয়েছে শান্তিনিকেতন’, খোলা আবেদনে বিশিষ্টজনেরা

শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে শেষ পর্যন্ত শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। তা নিয়ে এ বার খোলা আবেদন জানালেন শঙ্খ ঘোষ, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ ২৬ জন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ২০:৩৫
Share: Save:

বিশ্বভারতীর ঘটনা নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করলেন এ বঙ্গের বিদ্বজ্জনদের একাংশ। শান্তিনিকেতনে ‘বেদনাদায়ক’ পরিবেশের অবসান চেয়ে বৃহস্পতিবার একটি খোলা আবেদন প্রকাশ করেছেন তাঁরা।

শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে এ সপ্তাহের শুরুতেই সেখানে অশান্তির আবহ তৈরি হয়। শেষ পর্যন্ত ধুন্ধুমার বাধে বিশ্বভারতী চত্বরে। সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। সেই প্রেক্ষিতেই এ বার খোলা আবেদন জানালেন শঙ্খ ঘোষ, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ ২৬ জন।

ওই আবেদন লেখা হয়েছে, ‘‘রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী নিকট সময়ে যে কর্মকাণ্ড এবং ঘটনাবলীর মধ্য দিয়ে চলেছে, তা ক্রমাগত আমাদেরর হৃদয় ভারাক্রান্ত করে তুলেছে। কিন্তু অতি সম্প্রতি উপযুক্ত ঐকমত্য ও সহযোগিতার প্রস্তুতি ছাড়াই কর্তৃপক্ষের বিশ্বভারতীর সীমানাপ্রাচীর নির্মাণ, তার ফলে এক অরাজক ভাঙচুর এবং পরবর্তী সময়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, বিশ্বকবির আশ্রম তাতে রাজনীতির কাদামাখা কুস্তির আখড়ায় পরিণত হয়েছে।’’

ওই ঘটনার সঙ্গে যুক্ত কোনও পক্ষকেই সমর্থন করা হচ্ছে না বলে জানিয়ে ওই আবেদনে বলা হয়েছে, ‘‘সদর্থক ও সংবেদনশীল এক অবিচল পক্ষপাতহীনতা থেকে অবিলম্বে এই বেদনাদায়ক পরিবেশের অবসান চাইছি। আমরা মনে করি, সম্মিলিত শুভবোধ-উদ্যোগ ও উদারতাই পারে বাংলা ও বাঙালির আবেগজড়ানো বিশ্বভারতীর শান্তি ও মর্যাদা রক্ষা করতে।’’

আরও পড়ুুন: কোটালে প্রবল জলোচ্ছ্বাস দিঘাতে, ডুবে গেল সৈকত সংলগ্ন রাস্তাঘাট

আরও পড়ুুন: বৃষ্টি-লকডাউনের যুগলবন্দিতে বন্‌ধের চেহারা রাজ্যে, কলকাতায় গ্রেফতার ১৯০

অন্য বিষয়গুলি:

Biswabharati Shantiniketan Polotics Intellectual
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy