এনআইএ-র দলের সঙ্গে বোরহান শেখ (মুখ ঢাকা)। —নিজস্ব চিত্র।
খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত বোরহান শেখকে নিয়ে সঙ্গে নিয়ে মঙ্গলকোটের শিমুলিয়ায় ঘুরে গেল এনআইএ-র একটি প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে ঘণ্টাখানেক বোরহানের মাসির বাড়িতে তল্লাশি চালায় দলটি। তবে বিশেষ কিছু মেলেনি বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে।
গত ১৪ই সেপ্টেম্বর কলকাতায় বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে বোরহানকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শিমুলিয়ায় বোরহানের জমিতে তৈরি মাদ্রাসায় জেহাদি প্রশিক্ষণ চলত বলে তদন্তে জেনেছিলেন গোয়েন্দারা। এ দিন অবশ্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। কালো কাপড়ে মুখ ঢাকা বোরহানকে নিয়ে এনআইএ-র দশ সদস্যের দলটি যায় তার মাসি রোকেয়া বিবির বাড়ি। খাগড়াগড় বিস্ফোরণের আগে বোরহান প্রায়ই মাসির বাড়ি যেত বলে জেনেছেন তদন্তকারীরা। ঘণ্টাখানেক মাসি ও মেসোমশাই মুকুল শেখকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। বোরহানের মা-বাবাকেও নিয়ে আসেন গোয়েন্দারা। বাড়ির বাইরে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তল্লাশি শেষে বোরহানকে নিয়ে ফিরে যায় এনআইএ-র দলটি। দলের সদস্যেরা কোনও মন্তব্য করতে চাননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy