Advertisement
৩০ অক্টোবর ২০২৪

বোরহানকে নিয়ে তল্লাশি শিমুলিয়ায়

burhan গত ১৪ই সেপ্টেম্বর কলকাতায় বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে বোরহানকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শিমুলিয়ায় বোরহানের জমিতে তৈরি মাদ্রাসায় জেহাদি প্রশিক্ষণ চলত বলে তদন্তে জেনেছিলেন গোয়েন্দারা।

এনআইএ-র দলের সঙ্গে বোরহান  শেখ (মুখ ঢাকা)। —নিজস্ব চিত্র।

এনআইএ-র দলের সঙ্গে বোরহান শেখ (মুখ ঢাকা)। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০১:১৮
Share: Save:

খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত বোরহান শেখকে নিয়ে সঙ্গে নিয়ে মঙ্গলকোটের শিমুলিয়ায় ঘুরে গেল এনআইএ-র একটি প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে ঘণ্টাখানেক বোরহানের মাসির বাড়িতে তল্লাশি চালায় দলটি। তবে বিশেষ কিছু মেলেনি বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে।

গত ১৪ই সেপ্টেম্বর কলকাতায় বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে বোরহানকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শিমুলিয়ায় বোরহানের জমিতে তৈরি মাদ্রাসায় জেহাদি প্রশিক্ষণ চলত বলে তদন্তে জেনেছিলেন গোয়েন্দারা। এ দিন অবশ্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। কালো কাপড়ে মুখ ঢাকা বোরহানকে নিয়ে এনআইএ-র দশ সদস্যের দলটি যায় তার মাসি রোকেয়া বিবির বাড়ি। খাগড়াগড় বিস্ফোরণের আগে বোরহান প্রায়ই মাসির বাড়ি যেত বলে জেনেছেন তদন্তকারীরা। ঘণ্টাখানেক মাসি ও মেসোমশাই মুকুল শেখকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। বোরহানের মা-বাবাকেও নিয়ে আসেন গোয়েন্দারা। বাড়ির বাইরে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তল্লাশি শেষে বোরহানকে নিয়ে ফিরে যায় এনআইএ-র দলটি। দলের সদস্যেরা কোনও মন্তব্য করতে চাননি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE