আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের আক্রান্ত হওয়ার প্রতিবাদে এ বার পথে নামলেন আইনজীবীরা। হাইকোর্ট চত্বরে সোমবার মিছিল করে ওই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।
‘সেভ ডেমোক্র্যাসি’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে শনিবার হুগলির গোঘাটের ভাবাদিঘি যাওয়ার পথে আক্রান্ত হন বিকাশবাবু। সেখানে যেতে না পেরে ফিরে আসতে হয় প্রতিনিধিদের। অভিযোগের তির তৃণমূলের দিকেই। প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কারও বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেয়নি বলে বিকাশবাবুর অভিযোগ। হাইকোর্টের আইনজীবী তথা বিকাশবাবুর সতীর্থ অরুণাভ ঘোষ এ দিন বলেন, ‘‘ওই ঘটনায় সাধারণ আইনজীবীরা সন্ত্রস্ত।’’ তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী, সেই সময় লালু আলম তাঁর উপরে হামলা করেছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সঙ্গে সঙ্গে লালুকে গ্রেফতারের নির্দেশ দেন। এ ক্ষেত্রে এখনও পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করেনি বলে অরুণাভবাবু দাবি করেন।
বিকাশবাবুকে নিগ্রহের প্রতিবাদ জানাতে আজ, মঙ্গলবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে যাচ্ছে ‘সেভ ডেমোক্র্যাসি’র একটি প্রতিনিধি দল। প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীরও রাজভবনে যাওয়ার কথা। বিকাশ-নিগ্রহের প্রতিবাদে ফের একজোট হয়েছে কংগ্রেস, বামফ্রন্ট-সহ বিরোধীদের নানা সংগঠন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy