একটি লোকাল ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে রেল অবরোধ করলেন যাত্রীদের একাংশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই অবরোধ চলে শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে। এর জেরে বজবজ ও ক্যানিং শাখা ছাড়া শিয়ালদহের দক্ষিণ শাখায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। চূড়ান্ত নাকাল হন নিত্যযাত্রীরা।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সপ্তাহখানেক আগে সকালে শিয়ালদহগামী বারুইপুর লোকালের সময়সূচি পরিবর্তনের দাবিতে রেল অবরোধ হয়েছিল। তখন বিষয়টি বিবেচনা করা হবে বলে রেল দফতরের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি অবরোধকারীদের। কিন্তু তার পরেও সময়সূচি পরিবর্তন না হওয়ায় এ দিন ফের অবরোধ করেন তাঁরা।
বিক্ষোভকারীদের বক্তব্য, সকালে সোনারপুর থেকে একটি ট্রেন মথুরাপুর যায়। তার পরে ন’টা নাগাদ সেটি বারুইপুর ফিরে আসে। সেটিই আবার ডায়মন্ড হারবার যায়। সুভাষগ্রাম স্টেশনের নিত্যযাত্রীদের অভিযোগ, ওই ট্রেনটি যখন বারুইপুরে আসে, তখন শিয়ালদহ যাওয়ার জন্য অনেক যাত্রী নেমে পড়েন। কিছুক্ষণ পরে শিয়ালদহগামী বারুইপুর লোকালে উঠে পড়েন তাঁরা। ফলে আগের ট্রেনের যাত্রীতেই শিয়ালদহগামী ওই ট্রেনটি ভরে যাওয়ায় সুভাষগ্রামের যাত্রীরা আর তাতে জায়গা পান না।
এ দিন রেল দফতরের তরফে ফের সময়সূচির পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে। দুপুর দেড়টা নাগাদ পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, অক্টোবর থেকে নতুন সময়সারণী চালু হবে। সেই সময়ে চেষ্টা করা হবে ওই ট্রেনটির সময় পাল্টানো যায় কি না। তার আগে কিছু সম্ভব নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy