Advertisement
০৮ নভেম্বর ২০২৪

কন্যাশ্রী-সফলদের খবর দেবে ‘স্বপ্নকন্যা’ পোর্টাল

এই প্রকল্পের জেলা নোডাল অফিসার মৌলি সান্যাল বলেন, ‘‘উত্তরণ অ্যাপটি এ বার ঢেলে সাজানো হয়েছে। এই অ্যাপে একটি লাল রঙের বাটন থাকছে। কোথাও কোনও সমস্যায় পড়লে বা বিপদে পড়লে মেয়েরা নিজেদের কাছে থাকা মোবাইলে এই অ্যাপ খুলে ওই ‘এসওএস’ বাটনে চাপ দিলেই মোবাইল থেকে জেলা পুলিশ কন্ট্রোল রুমে সঙ্কেত পৌঁছে যাবে।’’

কন্যাশ্রী সংক্রান্ত যাবতীয় খবরাখবর পেতে চালু হল পোর্টাল।

কন্যাশ্রী সংক্রান্ত যাবতীয় খবরাখবর পেতে চালু হল পোর্টাল।

প্রশান্ত পাল
পুরুলিয়া শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ২৩:২৮
Share: Save:

কন্যাশ্রীদের নিজস্ব পোর্টাল ‘স্বপ্নকন্যা’ চালু করল পুরুলিয়া জেলা প্রশাসন। সেই সঙ্গে গত বছর চালু করা ‘উত্তরণ’ অ্যাপ কন্যাশ্রীদের সুরক্ষার বিষয়ে বাড়তি সুবিধা দিয়ে নতুন ভাবে উপস্থাপন করা হল। মঙ্গলবার কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে এই দুই প্রযুক্তিগত সুবিধা চালু হল।

পকসো আইনের খুঁটিনাটি থেকে কেরিয়ারের সুলুক সন্ধান দেওয়া, স্বাস্থ্যসম্মত থাকার নিয়মকানুন— কন্যাশ্রীদের এ সব সম্পর্কে সচেতন করতে গত বছর কন্যাশ্রী দিবসে জেলা প্রশাসন চালু করেছিল ‘উত্তরণ’ অ্যাপ। এ বার সেই অ্যাপেই জুড়ে দেওয়া হয়েছে সুরক্ষা সহায়তার বিষয়টি।

এই প্রকল্পের জেলা নোডাল অফিসার মৌলি সান্যাল বলেন, ‘‘উত্তরণ অ্যাপটি এ বার ঢেলে সাজানো হয়েছে। এই অ্যাপে একটি লাল রঙের বাটন থাকছে। কোথাও কোনও সমস্যায় পড়লে বা বিপদে পড়লে মেয়েরা নিজেদের কাছে থাকা মোবাইলে এই অ্যাপ খুলে ওই ‘এসওএস’ বাটনে চাপ দিলেই মোবাইল থেকে জেলা পুলিশ কন্ট্রোল রুমে সঙ্কেত পৌঁছে যাবে।’’

জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, ‘‘জেলা পুলিশের কন্ট্রোল রুমে সঙ্কেত আসামাত্রই পুলিশ ওই মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে তা ওই এলাকার পুলিশকে জানাবে। যত দ্রুত সম্ভব পুলিশ সেখানে পৌঁছে যাবে।’’

এ দিন ‘স্বপ্নকন্যা’ নামের যে পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, তা কন্যাশ্রীদের নিজস্ব ভাবনার আদান প্রদান বা নিজেদের সাফল্য তুলে ধরার জানলা হয়ে উঠবে বলে আশাবাদী প্রশাসন। মৌলি বলেন, ‘‘কন্যাশ্রী মেয়েদের সাফল্যের কথা তুলে ধরা হবে এই পোর্টালে। সোমবার কন্যাশ্রী ফুটবলে জেলার চ্যাম্পিয়ন ও রানার্স দলের কথা, এ দিন যে সব কন্যাশ্রী মেয়েরা রাজ্যস্তরে পুরস্কৃত হয়েছে, তাঁদের কথা ওই পোর্টালে তুলে ধরা হবে। তাঁদের মধ্যে কেউ ভাবনা-চিন্তা প্রয়োগ করে কোন কাজ করেছে সেই কাজের কথাও এই পোর্টালে তুলে আনা যাবে। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) উত্তমকুমার অধিকারী বলেন, ‘‘এই পোর্টালে কন্যাশ্রী মেয়েরা যেমন নিজেদের কথা তুলে ধরবে, তেমনই অন্যদের কথাও জানতে পারবে। এতে একে অন্যের সঙ্গে যোগাযোগের রাস্তা খুলে যাবে।’’

এ দিনই পলাশকন্যা ম্যাসকটেরও সূচনা হয়েছে কন্যাশ্রী দিবস উদযাপনের মঞ্চ থেকেই। জেলাশাসক অলকেশপ্রসাদ রায় বলেছেন, ‘‘আমরা কন্যাশ্রীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই এই সমস্ত ভাবনা।’’

মৌলি জানান, ‘পলাশকন্যা’ এক জন কন্যাশ্রী। সবুজ সাথী সাইকেলে চড়ে যে গোটা জেলা ঘুরে বেড়ায়। মাথায় পলাশ ফুল গোঁজা, গলায় পলাশের মালা। সে বাল্যবিবাহ রোধের কথা বলে, কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলে, নারীশক্ষার কথা বলে, মেয়েদের স্বাবলম্বী হওয়ার কথা বলে।

পোর্টাল ও ম্যাসকটের উদ্বোধন করে মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘‘কন্যাশ্রী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের নানা দিক রয়েছে। প্রশাসন সেই দিকগুলি জেলার বিভিন্ন প্রান্তের কন্যাশ্রীদের কাছে তুলে ধরতে নানা ভাবে উদ্যোগী হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Kanyasree Portal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE