Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Ian Botham

মাছ ধরতে গিয়ে নদীতে বোথাম, ইংরেজ ক্রিকেটারকে কুমির-হাঙরের হাত থেকে বাঁচালেন অসি তারকা

নৌকা করে যাচ্ছিলেন বোথাম এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার হিউজ। সেই সময় দড়িতে ইংরেজ ক্রিকেটারের চটি আটকে যায়। তাতেই বিপত্তি। জলে পড়ে যান তিনি।

Ian Botham

ইয়ান বোথাম। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১০:৪৯
Share: Save:

অস্ট্রেলিয়ার মোয়লে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ইয়ান বোথাম। যে নদীতে কুমিরও থাকে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অসাবধানবশত জলে পড়ে যান। বন্ধু মার্ভ হিউজ তাঁকে জল থেকে টেনে তোলেন।

নৌকা করে যাচ্ছিলেন বোথাম এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার হিউজ। সেই সময় দড়িতে ইংরেজ ক্রিকেটারের চটি আটকে যায়। তাতেই বিপত্তি। জলে পড়ে যান তিনি। যে নদীতে শুধু কুমির নয়, রয়েছে বুল হাঙরও (এই বিশেষ ধরনের হাঙর নদীতে থাকে)। হিউজ দ্রুত বোথামকে তুলে নেওয়ায় কোনও দুর্ঘটনা হয়নি। তবে সারা গায়ে কেটেছড়ে গিয়েছে তাঁর। বোথাম বলেন, “কুমিরের পেটে যাওয়ার থেকে বেঁচেছি। যত তাড়াতাড়ি জলে পড়েছি, তার থেকেও বেশি তাড়াতাড়ি উঠে এসেছি। জলের তলায় কয়েক জোড়া চোখ হয়তো আমাকে দেখেছে, তবে তারা কিছু বুঝে ওঠার আগেই আমি উঠে পড়েছিলাম। এখন আমি ঠিক আছি।”

Ian Botham Injured

চোট পেয়েছেন ইয়ান বোথাম। ছবি: এক্স।

বোথাম এবং হিউজ মাছ ধরতে ভালবাসেন। খেলোয়াড় জীবন থেকেই তাঁরা বন্ধু। যদিও এক জন খেলতেন ইংল্যান্ডের হয়ে, অন্য জন ছিলেন অস্ট্রেলিয়ার। দেশ আলাদা হলেও তাঁদের বন্ধুত্বে কোনও ভাটা পড়েনি। বোথাম বলেন, “গল্‌ফ বা শুটিংয়ের থেকে মাছ ধরতে আমি বেশি ভালবাসি। নদীর একটা ব্যাপার আছে। তবে লন্ডনে তেমন মাছ ধরার সুযোগ নেই। লন্ডন শুধু খাওয়াদাওয়ার জন্য ঠিক আছে, আমি কান্ট্রিসাইডেই থাকতে ভালবাসি।”

অন্য বিষয়গুলি:

Ian Botham England Cricketers Crocodile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE