—নিজস্ব চিত্র।
ছাত্রাবাস খোলার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সেন্ট্রাল অফিসে রেজিস্টার আশিস আগরওয়াল ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, কর্তৃপক্ষ যত ক্ষণ না দাবি মানবে, তত ক্ষণ বিক্ষোভ চলবে।
হস্টেল খোলার দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে সোমবার সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের মূল ভবন-সহ অন্য ভবনগুলিতে তালা ঝুলিয়ে দিয়েছেন তাঁরা। ক্লাস চলাকালীন পাঠভবনের গেট টপকে ভিতর ঢুকে পড়েন এবং ক্লাস বন্ধ করে দেন বিক্ষোভরত পড়ুয়ারা। ঘটনাটিকে কেন্দ্র করে বিশ্বভারতী চত্বরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিও হয় ছাত্রছাত্রীদের। এর পরেই বিশ্ববিদ্যালয়ের রে়জিস্টারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা।
বিশ্বভারতীর ছাত্রী দেবমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছি। যত ক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের দাবিদাওয়া মেনে নিচ্ছে, তত ক্ষণ এই বিক্ষোভ চলবে। আমরা নিজেদের সংস্কৃতিকে বজায় রেখে গানবাজনার মাধ্যমে রেজিস্ট্রার অফিসে বসে বিক্ষোভ দেখাচ্ছি। কিন্তু এখনও কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর পায়নি।’’
এ বিষয়ে তিনি বলেন, ‘‘আমাকে পড়ুয়ারা হেনস্থা করছে। আমি অথরিটি নই, উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা সিদ্ধান্ত নেবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy