Advertisement
০৮ নভেম্বর ২০২৪

বিরিয়ানি খুলতেই গন্ধ, নালিশ কন্যাশ্রীর অনুষ্ঠানে

কন্যাশ্রী দিবসের পুরুলিয়া জেলার অনুষ্ঠানে নষ্ট হয়ে যাওয়া খাবারের প্যাকেট বিলির অভিযোগ উঠল। অনেকেই জানিয়েছে, এই খাবার মুখে দেওয়া দূর অস্ত্। প্যাকেট খুলে খাবারে গন্ধ পেয়েই অনেকে তা ফেলে দিতে বাধ্য হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০১:৩০
Share: Save:

কন্যাশ্রী দিবসের পুরুলিয়া জেলার অনুষ্ঠানে নষ্ট হয়ে যাওয়া খাবারের প্যাকেট বিলির অভিযোগ উঠল। অনেকেই জানিয়েছে, এই খাবার মুখে দেওয়া দূর অস্ত্। প্যাকেট খুলে খাবারে গন্ধ পেয়েই অনেকে তা ফেলে দিতে বাধ্য হয়েছেন।

গত রবিবার ১৪ অগস্ট পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে কন্যাশ্রীর জেলাস্তরের অনুষ্ঠান ছিল। পোস্টার, পাঁচটি ভাষায় কবিতা লেখার প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কার দেওয়াও হয়। এ ছাড়া পুরুলিয়া শহর ও লাগোয়া এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা অনুষ্ঠানে যোগ দিয়েছিল। অনুষ্ঠান শেষে প্রায় সবার হাতেই টিফিনের প্যাকেট দেওয়া হয়। দূরদূরান্ত থেকে আসা প্রতিযোগীদের বিরিয়ানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু খেতে গিয়ে তাঁদের অভিজ্ঞতা, খাবার নষ্ট হয়ে গিয়েছে। অনেকে প্যাকেট বাড়িতে নিয়ে গিয়ে খুলে খেতে গিয়েই দেখে খাবার নষ্ট হয়ে গিয়েছে। বান্দোয়ানের বাসিন্দা কবিতা বিভাগের সফল প্রতিযোগী তনিমা মুখোপাধ্যায়ের কথায়, ‘‘টিফিনটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। খেতেই পারিনি।’’ জয়ন্তী মুর্মু নামে আর এক প্রতিযোগীর কথায়, ‘‘আমিও টিফিনটা খেতে পারিনি। গন্ধ হয়ে গিয়েছিল। খাব কী করে?’’ জয়ন্তীর বাবা অনিল মুর্মু জানান, মেয়ের সঙ্গে তাঁকেও একটা প্যাকেট দেওয়া হয়েছিল। তিনিও মুখে তুলতে পারেননি ওই খাবার। বহু প্রতিযোগীর মুখেও একই অভিযোগ শোনা গিয়েছে। প্রশ্ন উঠেছে, দুপুরে অনুষ্ঠানের পরে প্যাকেট দেওয়া হবে জানার পরেও এত প্যাকেটের খাবার নষ্ট হল কী করে? এক ছাত্রীর অভিভাবক বলেন, ‘‘প্রশাসন দূরদূরান্ত থেকে অনুষ্ঠানে আসা ছাত্রীদের জন্য পেট ভরা খাবারের ব্যবস্থা করে ভালই করেছিল। কিন্তু কী ভাবে এত প্যাকেট খাবার একসঙ্গে নষ্ট হল তা তো প্রশাসনের দেখা দরকার।’’

জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘দোকানটি যে এমন খাবার দেবে আন্দাজ করা যায়নি।’’ কন্যাশ্রী প্রকল্পের দায়িত্বে থাকা সুব্রত ঘোষ বলেন, ‘‘খাবারের প্যাকেট নিয়ে অভিযোগ শুনেছি। বিষয়টি দেখা হচ্ছে।’’ প্রশাসন হোটেলের নাম না প্রকাশ করায় মঙ্গলবার চেষ্টা করেও ওই দোকানের মালিকের সঙ্গে কথা বলা যায়নি।

অন্য বিষয়গুলি:

Kanyasree Mismanagement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE