Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Mukesh Ambani

খরচ এক হাজার কোটি! দেশের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমান কিনলেন মুকেশ অম্বানী

ফোর্বস পত্রিকার ২০২৪ সালের তালিকা অনুযায়ী, মুকেশের সম্পত্তির পরিমাণ এখন ১১ হাজার ৬০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ লক্ষ কোটি টাকার সমান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৩:৫৯
Share: Save:
০১ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

সংগ্রহের তালিকায় আগেই ছিল একাধিক ব্যক্তিগত বিমান। সেই তালিকায় জুড়ল আরও একটি। নবতমটির কল্যাণে মুকেশ অম্বানী এখন দেশের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমানের মালিক।

০২ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

‘অ্যাভিয়েশন নিউজ়’ সূত্রে খবর, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমান কিনেছেন মুকেশ। এই বিমানটি কিনতে ভারতীয় মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা খরচ করেছেন তিনি।

০৩ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানটি কেনার পর তা সরাসরি মুম্বইয়ে নিয়ে যাননি মুকেশ। দিল্লি বিমানবন্দরের কার্গো টার্মিনালে রাখা হয়েছে বিমানটিকে।

০৪ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

মুকেশ তাঁর ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করবেন বলে ২০২৩ সালের ১৩ এপ্রিল সুইৎজ়ারল্যান্ডে নিয়ে যাওয়া হয় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানটিকে। বিমানের নকশাও পরিবর্তন করা হয়।

০৫ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

সুইৎজ়ারল্যান্ডের বাসেল-মালহাউস-ফ্রেইবার্গ ইউরো বিমানবন্দরে নিয়ে গিয়ে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানের অন্দরসজ্জা পরিবর্তন করা হয়। বাড়ানো হয় আসনসংখ্যাও।

০৬ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানের মধ্যে কোনও রকম যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না, অথবা উড়ানের সময় কোনও সমস্যা হচ্ছে কি না তা দেখতে পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করা হয়। বাসেল, জেনেভা এবং লন্ডন বিমানবন্দরে মোট ছ’বার পরীক্ষামূলক উড়ান হয়েছে বিমানটির।

০৭ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

অত্যাধুনিক প্রযুক্তির বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানটি একটানা ১১ হাজার ৭০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

০৮ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

চলতি বছরের ২৭ অগস্ট বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানটি সুইৎজ়ারল্যান্ডের বাসেল থেকে সরাসরি দিল্লি পৌঁছয়।

০৯ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

ন’ঘণ্টারও বেশি সময় নিয়ে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানটি একটানা ৬ হাজার ২৩৪ কিলোমিটার পথ অতিক্রম করে।

১০ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

সূত্রের খবর, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানটি বিশ্বের ব্যয়বহুল বিমানগুলির মধ্যে অন্যতম। এই বিমানে দু’টি সিএফএমআই লিপ-১৮ ইঞ্জিন রয়েছে।

১১ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

যাতায়াতের জন্য বোয়িং বিজ়নেস জেট ২ নামের একটি বিমান ব্যবহার করেন মুকেশ। যার বাজারমূল্য আনুমানিক ৬০৯ কোটি টাকা।

১২ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ ছাড়াও আরও ন’টি ব্যক্তিগত জেট রয়েছে মুকেশের। এই তালিকায় রয়েছে এয়ারবাস এ৩১৯ এসিজে, এয়ারবাস এএস৩৬৫, থ্রি বোম্বার্ডিয়ার গ্লোবাল ফ্যামিলি, দু’টি দাশো ফ্যালকন ৯০০এস, এমব্রায়ের ইআরজে-১৩৫ এবং দু’টি সিকরস্কাই এস৭৬, বোয়িং বিজনেস জেট ২।

১৩ ১৩
Mukesh Ambani buys India’s most expensive private jet Boeing 737 MAX 9

ফোর্বস পত্রিকার ২০২৪ সালের তালিকা অনুযায়ী, মুকেশের সম্পত্তির পরিমাণ ১১ হাজার ৬০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ লক্ষ কোটি টাকার সমান।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy