Advertisement
০৬ নভেম্বর ২০২৪

জোটের প্রতিবাদ মিছিল

বিধায়কের এবং কর্মীদের উপর হামলার প্রতিবাদে পথে নামলেন জোটের নেতা কর্মীরা। সোমবার বিকেলে পুরুলিয়া শহরে জোটের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল হয়। পা মেলান পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাতো। সম্প্রতি বিধায়ক সুদীপবাবুকে হেনস্থার অভিযোগ উঠেছিল দু’জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

পুরুলিয়ায় মিছিলে নেপাল মাহাতো ও সুদীপ মুখোপাধ্যায়।  —নিজস্ব চিত্র

পুরুলিয়ায় মিছিলে নেপাল মাহাতো ও সুদীপ মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদাতা
পুরুলিয়া ও বেলিয়াতোড় শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৭:১১
Share: Save:

বিধায়কের এবং কর্মীদের উপর হামলার প্রতিবাদে পথে নামলেন জোটের নেতা কর্মীরা। সোমবার বিকেলে পুরুলিয়া শহরে জোটের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল হয়। পা মেলান পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাতো।

সম্প্রতি বিধায়ক সুদীপবাবুকে হেনস্থার অভিযোগ উঠেছিল দু’জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। যদিও তৃণমূল কর্মীদের পাল্টা অভিযোগ ছিল, সুদীপবাবুই তাঁদের উপর হামলা করেছেন। এ দিন কংগ্রেস এবং বামফ্রন্টের নেতা কর্মীরা শহরের জুবিলি ময়দান থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে ট্যাক্সি স্ট্যান্ডে পর্যন্ত মিছিল করেন। সেখানে একটি পথসভায় সুদীপ মুখোপাধ্যায় অভিযোগ করেন, সম্প্রতি পুরুলিয়া শহরের পানীয় জলের সমস্যার সমাধান নিয়ে প্রশাসনিক বৈঠকে এলাকার বিধায়ক তথা পুরসভার কাউন্সিলর হওয়া সত্ত্বেও তাঁকে ডাকাই হয়নি। নেপাল মাহাতো বলেন, ‘‘রাজনৈতিক সংঘর্ষ পুরুলিয়ার সংস্কৃতি নয়। আগে কখনও এ ধরণের ঘটনা ঘটেনি।’’

অন্য দিকে ভোটের পরে লাগাতার রাজনৈতিক হামলার প্রতিবাদে বাঁকুড়ার বেলিয়াতোড়েও মিছিল করল সিপিএম। রবিবার সন্ধ্যায় ওই মিছিলে উপস্থিত ছিলেন বড়জোড়ার সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী, সিপিএমের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী-সহ দলের নেতা কর্মীরা। সুজয়বাবু বলেন, “ভোটের পর থেকেই বড়জোড়া বিধানসভা কেন্দ্রে আমাদের কর্মীদের উপর লাগাতার হামলার হচ্ছে। আমরা তারই প্রতিবাদ জানিয়েছি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE