চালু: বোলপুরে বিশেষ চাহিদা সম্পন্নদের সহায়ক সরঞ্জাম বিলি। নিজস্ব চিত্র
বীরভূমে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য নতুন ডেটাবেস বা অনলাইন পোর্টাল চালু হল। এর ফলে জেলায় কত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন রয়েছেন, তার যেমন হিসেব থাকবে। তেমনই তাঁদের শংসাপত্র, পরিচয় পত্র, সহায়তার উপকরণ এবং নানা সরকারি সুবিধা সুযোগও সহজে দেওয়া যাবে। তাতে প্রশাসনের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনও উপকৃত হবেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলাশাসক পি মোহন গাঁধীর উদ্যোগেই এই কাজ শুরু হয়। বছর দু’য়েক ধরে জেলা জুড়ে তৃণমূল স্তর থেকে সংগ্রহ হয় তথ্য। সংগৃহীত তথ্য একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে। শুক্রবার বোলপুর বিডিও অফিসে ওই ডেটাবেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিংহ জানান, জেলায় প্রায় ৬২ হাজার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনকে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা জানান, প্রায় ৫০ শতাংশ মানুষ পরিচয়পত্র, শংসাপত্র এবং সরকারি সুবিধা সুযোগ এখন পাননি। তাঁদের প্রাপ্য পাইয়ে দেওয়ার জন্য এমন উদ্যোগ জরুরি। অভ্যন্তরীণ কিছু কাজের জন্য এখনই সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। দিন দশেকের মধ্যে তা আমজনতা পেয়ে যাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এই পোর্টালের নামকরণ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিশেষ প্রকল্প হিসেবে এ দিন তার উদ্বোধন অনুষ্ঠান হয়েছে বোলপুরে। অনুষ্ঠানে ৫০ জন মানুষজনকে ডাকা হয়েছিল। জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে তাঁদের শংসাপত্র, পরিচয় পত্র, সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়। এ দিনের অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক পি মোহন গাঁধী, পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) রঞ্জন কুমার ঝা, অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীরা। অনুষ্ঠানে কালিকাপুরের অরিত্র পাল, যজ্ঞনগরের শেখ হেপাতুল্লা, সুপুরের দীপ চক্রবর্তী, মুলুকের মোনালিসা ভাণ্ডারী, লোহাগড়ের মহম্মদ
মহসিন মণ্ডলদের সহায়তার উপকরণ দেওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy