Advertisement
০৮ নভেম্বর ২০২৪

পাঁচ লক্ষ কর্মী শহিদ দিবসে

এ ছাড়াও, ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ সমাবেশে বীরভূম জেলা থেকে কমপক্ষে পাঁচ লক্ষ কর্মী-সমর্থক নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্র নিয়ে এ দিনের বৈঠকে পরিকল্পনা করা হয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ০৩:৩৮
Share: Save:

আর্থিক ভাবে স্বচ্ছল অনেক মানুষ ২ টাকা কেজি চাল পাচ্ছেন, অথচ গরীব মানুষেরা বঞ্চিত হচ্ছে। দ্রুত সমস্ত রেশন কার্ডের তালিকা সংশোধন করে মানুষকে সঠিক পরিষেবা দিতে হবে। শনিবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে দলের জেলা কমিটির বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এ ছাড়াও, ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ সমাবেশে বীরভূম জেলা থেকে কমপক্ষে পাঁচ লক্ষ কর্মী-সমর্থক নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্র নিয়ে এ দিনের বৈঠকে পরিকল্পনা করা হয়।

এ দিন দুপুর ১২টা থেকে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক ডাকেন অনুব্রত মণ্ডল।

এদিনের বৈঠকে ছিলেন, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী-সহ দলের বিধায়করা, ১৯টি ব্লক সভাপতি ও অন্যান্য নেতৃত্ব। আর্থিক ভাবে স্বচ্ছল অনেকেই সরকারের খাদ্যসাথী প্রকল্পের আওয়াত ২ টাকা কেজি চাল পেয়ে থাকেন। অথচ দারিদ্রসীমার নীচে বসবাস করে অনেকেই এই পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠে আসছে। তাই রেশন কার্ডের তালিকা সংস্কার করে সকল উপভোক্তাকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বৈঠকে নির্দেশ দেন অনুব্রত মণ্ডল।

বৈঠক শেষে অনুব্রত বলেন, “২১ জুলাই কলকাতায় সমাবেশে এই জেলা থেকে পাঁচ লক্ষ লোক নিয়ে যাব আমরা। এরজন্য প্রতিটি ব্লক সভাপতিকে বলা হল।’’ এর আগেও জেলা থেকে ২১ জুলাই কলকাতায় লোক নিয়ে আসার নজির রয়েছে। এ বার আগাম তারই লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অনুব্রত।

সভায় জানান, এলাকায় এলাকায় মানুষজন যেন সরকারের সব রকম পরিষেবা পায় সেগুলো দেখতে বলা হয়েছে। তিনি বলেন, ‘‘প্রতিটি মানুষ যেন দু’টাকা কেজি চাল পায় সেটা দেখতে বলা হয়েছে। যাদের চাল দরকার নেই তারা চাল পাবে আর যারা খেতে পায় না তারা পাবে না এটা হবে না।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE