Advertisement
২৪ অক্টোবর ২০২৪

ওন্দায় বাম প্রার্থী বদল

বামেদের ওন্দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হল। বুধবার আলিমুদ্দিনে এ কথা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি জানান, অসিত শর্মার বদলে ওই কেন্দ্রে প্রার্থী করা হচ্ছে ফরওয়ার্ড ব্লকেরই মানিক মুখোপাধ্যায়কে।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০১:৪২
Share: Save:

বামেদের ওন্দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হল। বুধবার আলিমুদ্দিনে এ কথা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি জানান, অসিত শর্মার বদলে ওই কেন্দ্রে প্রার্থী করা হচ্ছে ফরওয়ার্ড ব্লকেরই মানিক মুখোপাধ্যায়কে।

মানিকবাবু ফরওয়ার্ড ব্লকের বাঁকুড়া জেলার ডেপুটি চেয়ারম্যান পদে রয়েছেন। পাশাপাশি তিনি ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন অগ্রগামী কিষাণ সভার জেলা সম্পাদক এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যও। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অনাথ মল্ল বুধবার রাতে বলেন, ‘‘অসিত শর্মা শারীরিক ভাবে অসুস্থ। তাই প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই দলকে লিখিত ভাবে তিনি তাঁর সমস্যার কথা জানান। তারপরেই দল এই সিদ্ধান্ত নিয়েছে।’’ অসিতবাবুর নাম পরিবর্তন হতে চলেছে বলে ওই কেন্দ্রে তাঁর নামে দেওয়াল লেখা ও প্রচার বন্ধ রাখা ছিল বলে দল সূত্রে জানা গিয়েছে।

বস্তুত এই কেন্দ্র ফরওয়ার্ড ব্লকের ভাল সংগঠন রয়েছে। মানিকবাবু দীর্ঘদিন ধরে এলাকায় বাম কৃষক নেতা হিসেবে পরিচিত।

বাঁকুড়া জেলার কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে। ভোটগ্রহণের প্রথম পর্যায়ের দ্বিতীয় দিনে (১১ এপ্রিল) বাঁকুড়া জেলার জঙ্গলমহলের কয়েকটি কেন্দ্রের সঙ্গে ওন্দার নির্বাচন রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ মার্চ। তাঁকে প্রার্থী করা হয়েছে শুনে রাতে মানিকবাবু বলেন, ‘‘দল আমাকে দায়িত্ব দিয়েছে। দ্রুত মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করব।’’

অন্য বিষয়গুলি:

Left Front Assembly Election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE