পুরুলিয়ার কাছে আচমকা আগুন লেগে গেল বক্সার-টাটানগর এক্সপ্রেসের কামরায়। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলকর্মী এবং রেলের আধিকারিকেরা। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
আরও পড়ুন:
বিহারের বক্সার থেকে রোজকার মতো সাড়ে ৩টে নাগাদ ঝাড়খণ্ডের টাটানগরের উদ্দেশে রওনা দিয়েছিল ওই এক্সপ্রেস ট্রেনটি। পুরুলিয়ার ছররা ও কুস্তাউর স্টেশনের মাঝামাঝি হঠাৎই ওই ট্রেনের একটি কামরার শৌচাগার থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কামরার জানলা দিয়ে বেরোতে থাকে আগুনের শিখা। আগুন দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। আগুন ট্রেনের অন্য কামরাগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় পিছনের কামরাগুলিকে দ্রুত পৃথক করে দেওয়া হয়।
আরও পড়ুন:
ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুনও নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু ক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। যার জেরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকেরা। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে রেলের অনুমান, কামরার ভিতরে থাকা কোনও বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে। একই সঙ্গে প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়েও।