সকাল হতে না হতেই গুলি চলল বসিরহাটের স্বরূপনগরে। গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দু’টি মোটর সাইকেলে চেপে অন্তত ছ’জন আততায়ী এসে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। আততায়ীদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।
বুধবার সকালে স্বরূপনগর ব্লকের দত্তপাড়া বড়পোলের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম এসারুল গাজী। ওই যুবক তারালির বাসিন্দা ছিলেন। বুধবার সকালে এসারুল একটি বাইকে ছিলেন। তখনই ছ’জন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ওই যুবক রাস্তার ধারের একটি বাড়িতে ঢুকে পড়েন এবং সেখানেই পড়ে যান। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ। এসারুলকে উদ্ধার করে শাঁড়াপুল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুষ্কৃতীদের কাছে বার বার তাঁকে প্রাণে না মারার আর্জি জানিয়েছিলেন এসারুল। কিন্তু রেহাই মেলেনি। তাজমিরা বিবি নামে প্রত্যক্ষদর্শী এক মহিলার কথায়, ‘‘মৃত যুবকের পরনে একটি জ্যাকেট ছিল। সেই জ্যাকেটের পকেটে কোনও জিনিস ছিল। সেই বস্তু-সহ জ্যাকেটটি খুলে নিয়ে দুষ্কৃতীরা পালায়। যাওয়ার আগে তাঁকে গুলি করে।’’ গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার ধারে একটি বাড়িতে ঢুকে অচৈতন্য হয়ে পড়ে যান এসারুল। গুলির আওয়াজ ও চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসেন। তখনই খবর দেওয়া হয় স্বরূপনগর থানায়।
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। মনে করা হচ্ছে, সীমান্তে পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এসারুল। ফলে পাচারের সঙ্গে জড়িত অপর কোনও গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষেই মৃত্যু হয়ে থাকতে পারে ওই যুবকের। আততায়ীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।