গ্রামীণ ভারতে অস্পৃশ্যতা, বর্ণক্ষমতা এবং বর্ণদ্বন্দ্ব বিষয়ে একটি আলোচনাসভা হল বিশ্বভারতীর বিদ্যাভবনের অন্তর্গত অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান
বিভাগে। বক্তব্য রাখেন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের ইকোনমিক রিসার্চ ইউনিটের অধ্যাপক ইন্দ্রনীল দাশগুপ্ত। গ্রামীণ এলাকায় অস্পৃশ্যতার ঘটনা নিয়ে তিনি একটি তথ্য তুলে ধরেন।
সেই তথ্য অনুসারে, ভারতের রাজ্যগুলিতে গ্রামীণ এলাকায় অস্পৃশ্যতার ঘটনা সব থেকে বেশি ঘটে মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, বিহার সহ আরও কয়েকটি রাজ্যে। কর্নাটক, হরিয়ানা, অসমের গ্রামীণ এলাকায় অস্পৃশ্যতার ঘটনা তুলনামূলক ভাবে কম। তবে তিনি জানান, এমন ঘটনা সব থেকে কম ঘটে কেরল, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রে। এমন হওয়ার কারণও ব্যাখ্যা করেন ইন্দ্রনীলবাবু।
অন্য দিকে, প্রাথমিক স্তরের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করেন প্রতিচী ট্রাস্টের (ভারত) সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট অনিতা দীক্ষিত। ট্রাস্টের কার্যাবলী আলোচনা করার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের ফলে সমাজে কতটা প্রভাব পড়েছে এবং কিছু সরকারি প্রকল্পে আরও কী কী বিষয় অন্তর্ভুক্ত করা যেতে পারে তা নিয়েও বক্তব্য রাখেন।
অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অপূর্বকুমার চট্টোপাধ্যায় জানান, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অধীনে এই বিভাগে একাধিক বক্তৃতাসভা হচ্ছে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয় উঠে আসছে বক্তৃতার মধ্যে দিয়ে। শুধুমাত্র বিভাগীয় পড়ুয়া বা অধ্যাপকেরাই নন, অন্য বিভাগ থেকেও পড়ুয়া এবং অধ্যাপকেরা বক্তৃতাসভায় যোগ দিচ্ছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy