বাইপাসের কাজ ধীরগতিতে চলায় ক্ষুব্ধ মানবাজারের অনেক বাসিন্দা। মানবাজারের ইন্দকুড়ি থেকে বাইপাস প্রায় সওয়া কিলোমিটার মাস তিনেক আগে থেকে কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের টাকায় প্রথম দফার কাজ ইন্দকুড়ি থেকে পোদ্দারপাড়া অভিমুখী অর্ধেক রাস্তা কংক্রিট হয়েছে। বাকি রাস্তার কংক্রিট ঢালাই পঞ্চায়েত সমিতির অর্থ বরাদ্দে হওয়ার কথা। বাসিন্দাদের অভিযোগ, কাজ শুরু হলেও তা ঢিমেতালে চলছে। ফলে, দুই দফা মিলিয়ে বাইপাসে তিন মাসের উপরে যাতায়াত বন্ধ রয়েছে।
এমনিতে বাইপাস বন্ধ থাকলে যানবাহনের চাপ বাড়ে শহরের একমাত্র মূল রাস্তায়। পোদ্দারপাড়ার বাসিন্দা জিতেন দত্ত, শান্তনু দত্ত বলেন, ‘‘কয়েক মাস ধরে বাইপাস সংস্কারের কাজ চলছে। বালি পাথর কাঠ পড়ে থাকায় এই রাস্তায় হেঁটেও পার হওয়া যাচ্ছে না।’’ এক কলেজ ছাত্রীর কথায়, ‘‘বাড়ি থেকে কলেজ সাইকেল নিয়ে যেতে হয়। কিন্তু, রাস্তা এমন খোঁড়া হয়েছে যে সাইকেল ঠেলে পার করা যাচ্ছে না।’’ একমুখী রাস্তা হওয়ায় বাজারের চৌমাথা ব্যাঙ্ক মোড় সব্জি বাজার এলাকায় প্রতিদিন যানজট লেগেই রয়েছে। মানবাজার থানার এক পুলিশকর্মীই বলছেন,‘‘একে নির্বাচনের চাপ। তার উপর বাজারের যানজট সামলানো। দুইয়ে মিলিয়ে নাজেহাল অবস্থা।’’
বিডিও (মানবাজার ১) সত্যজিৎ বিশ্বাস জানান, শহরের মূল রাস্তার কিছু অংশে সম্প্রসারণের কাজ বাকি রয়েছে। বাইপাসের কাজ শেষ হলেই ওই অংশের কাজ শুরু হবে। সংশ্লিষ্ট সংস্থাকে বাইপাসের কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। বিডিও মনে করিয়ে দেন, কংক্রিটের ঢালাই শেষ হলেই ওই রাস্তায় গাড়ি চালানো যাবে না। ঢালাই জমতে দিতে অন্তত এক সপ্তাহ সময় নেবে। কিন্তু, উন্নয়নের স্বার্থে এইটুকু দুর্ভোগ পোহাতে সাধারণ মানুষ রাজি হবেন বলেই আশা প্রশাসনের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy